সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনিয়োগ পরিষেবা ক্ষেত্রে পা রাখল আমাজন পে (Amazon Pay)। পেমেন্ট ও বিল পরিষেবার পর নতুন পরিষেবা শুরু করল তারা। মাত্র ১ হাজার টাকা থেকেই শুরু ফিক্সড ডিপোজিট পরিষেবা। সুদের হারও সর্বোচ্চ ৮ শতাংশ। স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছে, স্বল্প বিনিয়োগকারীদেরও বিনিয়োগের সুযোগ দিয়ে বাজারে প্রভাব ফেলতেই পারে এই সংস্থা।
জানা যাচ্ছে, পাঁচটি ব্যাঙ্ক ও দু'টি এনবিএফসির (ঋণ প্রদানকারী ক্ষুদ্র সংস্থা) সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আমাজন পে। সেগুলি হল শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্ক, সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, স্লাইস, উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক, শ্রীরাম ফিনান্স ও বাজাজ ফিনান্স। এর মধ্যে থেকে নিজের পছন্দের অপশন বেছে নিয়ে স্থায়ী আমানতে বিনিয়োগ করা যাবে।
আমাজন পে এফডি প্ল্যাটফর্মের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই সব ব্যাঙ্ক ও আর্থিক সংস্থায় অ্যাকাউন্ট না থাকলেও স্থায়ী আমানতের অ্যাকাউন্ট খুলতে কোনও সমস্যা হবে না। আর সবটাই করা যাবে ডিজিটাল পদ্ধতিতে। অর্থাৎ কোথাও যেতে হবে না, ঘরে বসেই করা যাবে বিনিয়োগ। আমাজন পে অ্যাপ থেকেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন গ্রাহকরা।
জানা গিয়েছে, সুদের হার সর্বোচ্চ ৮ শতাংশ হলেও মহিলারা অতিরিক্ত ০.৫ শতাংশ সুদের হার পাবেন, যদি তাঁরা শ্রীরাম ফিনান্সে বিনিয়োগ করেন। আমাজন পে জানিয়েছে, অংশীদার ব্যাংকগুলির মাধ্যমে করা ফিক্সড ডিপোজিটগুলি ডিপোজিট ইনশিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের অধীনে বিমা করা রয়েছে। ব্যাঙ্ক প্রতি সর্বোচ্চ ৫ লক্ষ টাকার কভার দেওয়া হবে।
অ্যাকাউন্ট খুলতে হলে আমাজন পে অ্যাপে গিয়ে আমাজন পে সেকশনে ক্লিক করতে হবে। সেখান থেকে ফিক্সড ডিপোজিট অপশনে গিয়ে শর্তগুলি 'অ্যাকসেপ্ট' করে নির্দিষ্ট ব্যাঙ্ক/সংস্থা বেছে নিয়ে খোলা যাবে অ্যাকাউন্ট।
