shono
Advertisement
WhatsApp

মেসেজে তিতিবিরক্ত? এবার WhatsApp গ্রুপ লিভ করলে টের পাবে না কাকপক্ষীও!

এখনই জেনে নিন পদ্ধতি।
Published By: Tiyasha SarkarPosted: 09:06 PM Dec 07, 2025Updated: 09:31 PM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপে এখন গ্রুপের ছড়াছড়ি। অফিসের গ্রুপ, ঘনিষ্ঠ বন্ধুদের গ্রুপ, ঘুরতে যাওয়ার গ্রুপ, আরও কত কী! কিন্তু এমন অনেক গ্রুপেই থাকতে হয়, যেখানকার আলোচনা মোটেই পছন্দ হয় না। কিন্তু লিভও করা যায় না কারণ, কে কী ভাববে! কিন্তু যদি সকলের অলক্ষ্যেই গ্রুপ লিভ করা যায়, তাহলে? ইউজারদের কথা ভেবে এমন ফিচারই এনেছে সংস্থা। 

Advertisement

১. প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. যে গ্রুপটি থেকে বেরতে চান সেটিতে যান।
৩. গ্রুপের নামের উপর ট্যাপ করুন।
৪. এরপর দেখতে পাবে গ্রুপ ইনফো। অর্থাৎ কে কে গ্রুপের সদস্য, সেটিংস, কোন কোন ছবি-ভিডিও বা ফাইল লেনদেন হয়েছে, সবটা।
৫. ওই পেজের একদম নিচে চলে যান। দেখতে পাবেন 'এক্সটি গ্রুপ' অপশন।
৬. 'এক্সটি গ্রুপ' অপশনে ক্লিক করুন। একটি পপ আপ ভেসে উঠবে স্ক্রিনে। সেখানে জানতে চাওয়া হবে আপনি সত্যিই গ্রুপ ছাড়তে চান কি না।
৭. কনফার্ম করুন।
৮. দেখতে পাবেন আপনি গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন। একমাত্র অ্যাডমিনরাই তা জানতে পারবেন। গ্রুপের অন্যান্যরা কোনওধরনের নোটিফিকেশন পাবেন না।

তবে গ্রুপ ছেড়ে না দিয়েও মেসেজ ঝড় থেকে বাঁচাতে পারেন নিজেকে। তারজন্য চ্যাটটিকে বরাবরের জন্য মিউট করে রাখার অপশন রয়েছে। ১ টি মেসেজ আসুক বা ১০০০, কোনও নোটিফিকেশন পাবেন না আপনি। হোয়াটসঅ্যাপ ওপেন করলে তবেই দেখতে পাবেন, মেসেজের স্তূপ। এছাড়া তো আর্কাইভ অপশন রয়েছেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইউজারদের কথা ভেবে দারুণ এক ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। 
  • এবার WhatsApp গ্রুপ লিভ করলে টের পাবে না কাকপক্ষীও!
  • তবে গ্রুপ ছেড়ে না দিয়েও মেসেজ ঝড় থেকে বাঁচাতে পারেন নিজেকে। তারজন্য চ্যাটটিকে বরাবরের জন্য মিউট করে রাখার অপশন রয়েছে।
Advertisement