সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই ছোট্ট সংসার। স্বামী-স্ত্রী দুজনেই কর্মরত। বয়স্ক বাবা-মা, সন্তান বাড়িতে থাকেন পরিচারিকাদের তত্ত্বাবধানে। অনেকক্ষেত্রে আবার সারাদিন একেবারে ফাঁকা থাকে বাড়ি। ফলে দিনভর কে এল-গেল, পরিবারের সদস্যরা ঠিক মতো রয়েছেন কি না জানতে ভরসা সিসিটিভি। তাই বর্তমানে শহর ও শহরতলির অধিকাংশ বাড়িতেই সিসিটিভি দেখাই যায়। কিন্তু জানেন কি আপনার পুরনো ফোনই সিকিউরিটি ক্যামেরার কাজ করতে সক্ষম? শুনে অবাক লাগলেও এটাই সত্যি। চলুন আজ জেনে নেওয়া যাক পদ্ধতি।
১. মোবাইল ফোনকে সিকিউরিটি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে প্রয়োজন দুটি মোবাইল। একটি বাড়িতে থাকবে। অন্যটি থাকবে আপনার কাছে। সেটিতে আপনি দেখতে পারবেন বাড়িতে কী হচ্ছে।
২. প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সিকিউরিটি ক্যামেরা অ্যাপ ইনস্টল করুন। একাধিক অ্যাপ পাবেন। রেটিং দেখে যে কোনও একটি ডাউনলোড করুন। অবশ্যই দুটি মোবাইলে একই অ্যাপ ইনস্টল করতে হবে।
৩. অ্যাপ ডাউনলোডের পর একই অ্যাকাউন্ট লগ ইন করে দুটো ডিভাইসকে পেয়ার করতে হবে। নাহলে কিন্তু কোনও লাভ নেই।
৪. এবার যে জায়গায় নজরদারি চালাতে চান-ঘর, বারান্দা বা সিঁড়ি, পছন্দ মতো জায়গায় পুরনো ফোনটি রেখে দিন অ্যাপটি অন করে। মাথায় রাখবেন, ক্যামেরার অ্যাঙ্গেল যেন ঠিকঠাক হয়। ওয়াইভাই কানেকশনও ঠিকঠাক হতে হবে। যদি চার্জার ব্যবহারে সমস্যা থাকে সেক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্ক আবশ্যক।
৫. এবার যে ফোনে আপনি বাইরে থেকে দেখবেন সেটিতে ক্যামেরার লাইভ ফিড অন করুন। এবার প্রয়োজন মতো সেটিংস চেঞ্জ করে নিন।
৬. ব্যস, আপনার কাজ শেষ। এবার প্রয়োজন হলেই বাড়িতে কী হচ্ছে তা দেখে নিতে পারবেন নিমেষে। তবে এক্ষেত্রে কিছু সমস্যাও আছে। সিসিটিভির মতো স্বচ্ছ ছবি পাবেন না। ব্যাটারি ও স্টোরেজের সমস্যা হওয়া স্বাভাবিক।
