shono
Advertisement

Breaking News

AI video generator

ধুতি-পাঞ্জাবি পরে শহরের রাস্তায় মেসি! আপনিও বানাতে পারেন এমন ভিডিও, জানুন পদ্ধতি

এখনই চেষ্টা করে দেখুন।
Published By: Tiyasha SarkarPosted: 06:47 PM Dec 14, 2025Updated: 06:47 PM Dec 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাইলেই কি স্বপ্নকে ছোঁয়া যায়? উত্তর, না। শনিবারের যুবভারতী স্টেডিয়ামে উপস্থিত মেসিভক্তরা তার প্রমাণ। কাছাকাছি পৌঁছেও ঈশ্বরকে চোখের দেখা দেখতেও পাননি মাঠে উপস্থিত বেশিরভাগ মানুষ। তা নিয়ে রাগ-ক্ষোভও উগরে দিয়েছেন সকলে। এরই মাঝে সোশাল মিডিয়ায় ভাইরাল ধুতি-পাঞ্জাবি পরা মেসির ভিডিও। দেখা যাচ্ছে, কখনও হলুদ ট্যাক্সিতে ঘুরছেন তিনি। কখনও আবার হাসিমুখে ফুচকা-রোল-মিস্টি মুখে পুড়ছেন। সকলেই জানেন ভিডিওটি সত্য নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়া হয়েছে মাত্র। কিন্তু তাতেও অনুরাগীদের উচ্ছ্বাসের শেষ নেই। একইভাবে এআই ব্যবহার করে ভিডিও তৈরি বা ছবিকে ভিডিওতে কনভার্ট করতে পারেন আপনিও। চলুন জেনে নেওয়া যাক এআই ব্যবহার করে ভিডিও তৈরির সেরা প্ল্য়াটফর্ম কী কী।

Advertisement

 

Invideo AI

যদি দ্রুত ভিডিও তৈরি করতে চান, তাহলে এই প্ল্যাটফর্ম আপনার জন্য আদর্শ। এখানে সঠিকভাবে প্রম্পট দিলেই নিমেষে তৈরি হয়ে যায় পছন্দের ভিডিও। ভয়েসওভার থেকে সাবটাইটেল, কোনওকিছু নিয়েই ভাবতে হবে না আপনাকে। শুধু নির্দেশটা ঠিক মতো দিলেই কাজ শেষ।

HeyGen and Synthesia

কৃত্তিম বুদ্ধিমত্তার কাছেও মানুষের মতো নিপুণ কাজ চান? তাহলে আপনার জন্য আদর্শ HeyGen ও Synthesia। এর মাধ্যমে আলট্রা রিয়েলিস্টিক ভিডিও তৈরি করতে পারবেন। কোনও বিজ্ঞাপনের জন্য পেশাদার চেহারার অবতার বেছে নিতে পারবেন। রয়েছে কণ্ঠস্বর বাছাইয়ের সুযোগও। বিনামূল্যে ব্যবহারের জন্য বেস্ট এটি।

এআই ব্যবহার করে তৈরি করা মেসির ভিডিও থেকে পাওয়া ছবি।

CapCut

CapCut ইতিমধ্যেই ভিডিও এডিটর হিসেবে জনপ্রিয়। অনেকেই এটি ব্যবহার করেন। কিন্তু এর ফ্রি এআই টুল ব্যবহার করেছেন? যদি না করে থাকেন, তাহলে আজই করুন। যদি যে কোনও ভিডিওকে দ্রুতই একটা দারুণ ফিনিশ দিতে চান, তাহলে Capcut সেরা। অটো ক্যাপশন, ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা বা পরিবর্তন, টেক্সট থেকে স্পিচ তৈরি-সহ একাধিক কাজ হয় নিমেষেই।

Descript

আপনার ভিডিওটা কি সংলাপ ভিত্তিক? তাহলে Descript আপনার জন্য সেরা। সহজেই ভিডিও বা অডিও ট্রান্সক্রাইব করে দেয় এটি। ধরুন তৈরির পর কোনও বাক্য পরিবর্তন বা সামান্য কোনও অংশ বাদ দেওয়ার প্রয়োজন অনুভব করলেন, তা-ও করতে পারবেন সহজেই। তবে একটা নির্দিষ্ট সময়েই এর ফ্রি পরিষেবা ব্যবহার করা যাবে। পডকাস্টার, ইন্টারভিউয়ার, ইউটিউবারদের জন্য Descript অত্যান্ত উপকারী।

Runway ML (Gen-2)

সৃজনশীলদের জন্য Runway ML (Gen-2) বেস্ট। এআই-অত্যাধুনিক সুযোগ-সুবিধা পাবেন এতে। টেক্সট থেকে বা ছবি থেকে ভিডিও তৈরির জন্য এর জুড়ি মেলা ভার। এই প্ল্যাটফর্মটি ফ্রি-তে ব্যবহার করতেই পারেন। তবে সেক্ষেত্রে মাসে কয়েক সেকেন্ডের ভিডিও তৈরি করা যাবে। এছাড়াও বেশ কিছু ফিচার লকড থাকবে। যা আপনি ব্যবহার করতে পারবেন না সাবস্ক্রিপশন ছাড়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এআই ব্যবহার করে ভিডিও তৈরি বা ছবিকে ভিডিওতে কনভার্ট করতে পারেন আপনিও।
  • যদি দ্রুত ভিডিও তৈরি করতে চান, তাহলে এই প্ল্যাটফর্ম আপনার জন্য আদর্শ। এখানে সঠিকভাবে প্রম্পট দিলেই নিমেষে তৈরি হয়ে যায় পছন্দের ভিডিও।
Advertisement