সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনার সাধের স্মার্টফোন দেহ রাখতে চলেছে এটা বুঝতে গেলে কয়েকটি লক্ষণই যথেষ্ট। আজকের সময়ে সঙ্গের এই যন্ত্রটি এক আবশ্যক সঙ্গী। সুতরাং কখন সেটি 'ডেড' হতে পারে, তার আগাম আঁচ থাকলে কোনও বিপত্তিতে পড়তে হবে না। জেনে নিন-
ব্যাটারির আয়ু
সবচেয়ে সাধারণ ও পরিচিত লক্ষণ হল ব্যাটারির সমস্যা। যেমন, দ্রুত চার্জ পড়ে যাওয়া। দিনের মধ্যে একাধিক বার ফোনে চার্জ দিতে বাধ্য হওয়া। পাশাপাশি ২০ তেকে ৩০ শতাংশ চার্জ থাকা সত্ত্বেও যদি অকস্মাৎ ফোন বন্ধ হয়ে যায় সতর্ক হোন। পাশাপাশি দীর্ঘ সময় ধরে চার্জ দেওয়া সত্ত্বেও ফোনের ব্যাটারি ১০০ শতাংশ হতে অনেক সময় নিলেও সেটাকে অশনি সংকেত বলে ধরতে হব। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে ফোন অস্বাভাবিক গরম হয়ে যাচ্ছে কিনা। এখানে বলে রাখা ভালো ব্যাটারির স্বাস্থ্যপরীক্ষা করার বিশেষ উপায় আছে। সেজন্য সেটিংসে গিয়ে ব্যাটারিতে ঢুকে দেখতে হবে। আইফোনে ব্যাটারিতে গিয়ে ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং-এ দেখতে হবে।
পারফরম্যান্সের সমস্যা
ফোনের সাধারণ অ্যাকশনে সমস্যা হলে অর্থাৎ অ্যাপ অপারেট করা অথবা কিবোর্ডে টাইপ করা কিংবা বিভিন্ন টাস্কের মধ্যে সুইচ করতে গেলে যদি ফোন থমকে যায় কিংবা দেরি হয় তাহলে সতর্ক হওয়া দরকার। পাশাপাশি ফাইল ও অ্যাপ মুছেও যদি বারবার ফোন আউট অফ স্টোরেজ হয়ে যায়, সেটাও ভালো লক্ষণ নয়।
সফটওয়্যার ও সিকিউরিটি
আপনার ফোনে দীর্ঘদিন যদি কোনও সফটওয়্যার আপডেট না হয় তাহলে নিশ্চিত ভাবেই তথ্য চুরি যাওয়ার মতো সমস্যায় পড়তে হতে পারে। যার অর্থ পুরনো অপারেটিং সিস্টেমের সঙ্গে সোশাল মিডিয়া ও ব্যাঙ্কিং অ্যাপ আর সামঞ্জস্যপূর্ণ নয়। এরকম পরিস্থিতিতে ফোন বদলে নেওয়ার সিদ্ধান্তই সঠিক হবে।
