সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে IRCTC'র ওয়েবসাইট বিভ্রাট। পেজে ঢুকলেই দেখাচ্ছে, 'Service Unavailable'। ফলে যারা তৎকাল টিকিট কাটার প্ল্যান করেছিলেন আজ, তারা প্রবল সমস্যায়। কতক্ষণে ওয়েবসাইট ঠিক হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি রেলের তরফে।
ওয়েবসাইটে ঢুকলেই দেখাচ্ছে এমনটা।
উৎসবের মরশুম মানেই টানা ছুটি। আর ছুটি পেলে ঘুরতে যাবে না এমন বাঙালি আছে নাকি! সামনেই কালীপুজো-ছটপুজো। ফলে অনেকের আবার বাড়ি ফেরার পালা। দিনক্ষণ নিয়ে টানাপোড়েন থাকলে বেশিরভাগই আজকাল চেষ্টা করেন তৎকাল টিকিট কাটার। শুক্রবার সকালে টিকিট কাটতে গিয়েই বিপত্তি। দেখা যায়, খুলছেই না IRCTC'র ওয়েবসাইট, অ্যাপ। তৎকালের জন্য বরাদ্দ করা হয়েছে নির্দিষ্ট সময়। সেই সময় অ্যাপ ও ওয়েবসাইট না খোলায় টিকিট কাটতে পারেননি কেউই। একের পর এক অনেকেই এক্স হ্যান্ডেলে বিষয়টা জানান বহু মানুষ। উগড়ে দেন ক্ষোভ। তবে কেন এই বিভ্রাট? প্রাথমিকভাবে জানা গিয়েছে, একই সঙ্গে বহু ইউজার ঢোকায় ওয়েবসাইটটি ক্র্য়াশ করে গিয়েছে। যদিও রেল এবিষয়ে এখনও কিছু জানায়নি।
প্রসঙ্গত, সম্প্রতি তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম বদল করেছে রেল। তৎকাল টিকিটের একটি নির্দিষ্ট সময় আছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে তৎকাল টিকিট কাটা যায়। এসির জন্য সময় ১০ টা থেকে ১১ টা। নন এসি বুকিং করা যায়, ১১ টা থেকে। নয়া নিয়মে প্রথম তিরিশ মিনিট বুকিং করতে পারেন না এজেন্টরা। অর্থাৎ এসির টিকিট বুকিং করতে এজেন্টদের অপেক্ষা করতে হবে ১০.৩০ পর্যন্ত। নন এসির ক্ষেত্রে সময়টা ১১.৩০ মিনিট। এদিন এই গোটা সময়টাই বন্ধ ওয়েবসাইট ও অ্যাপ। ফলে টিকিট কাটতে পারেননি কেউ।
