সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতাসে শিরশিরানি। শীত শীত ভাব। ডিসেম্বরের শেষে লম্বা ছুটি। বাক্সপ্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়ার পরিকল্পনা করছেন? বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ট্রেনই বেছে নেন সিংহভাগ যাত্রী। খুদে সন্তান থাকলে, তার টিকিট কাটবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে টিকিট কাটার আগে জেনে নিন এই সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
রেলের নিয়ম অনুযায়ী, ৫ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে টিকিট কাটার কোনও প্রয়োজন হবে না। আলাদা করে কোনও বার্থও তার জন্য বরাদ্দ থাকে না। আবার ৫ থেকে ১২ বছরের কম বয়সিদের ক্ষেত্রে ভাড়া লাগবে। বুকিংয়ের আগে বার্থ অথবা আসন কোনটি বাছছেন, ভালো করে দেখে নিন। নইলে সমস্যা তৈরি হতে পারেন। আপনার সন্তান ১২ বছর বয়সের ঊর্ধ্বে হলে তাকে টিকিট কাটতে হবে। বার্থ এবং আসন বাছাই করতে পারবেন প্রয়োজনমতো।
প্রসঙ্গত, দূরপাল্লার ট্রেনের বুকিংয়ের ক্ষেত্রে জালিয়াতির সমস্যা নতুন কিছু নয়। তার ফলে সমস্যায় পড়তে হয় আমজনতাকে। জালিয়াতি রুখতে কিছুদিন আগে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বদল এনেছিল রেল। যেমন, আপনি রেলের রিজার্ভেশন কাউন্টার বা IRCTC এজেন্ট, যেখান থেকেই টিকিট কাটুন না কেন, ওটিপি বাধ্যতামূলক করা হয়েছে। তৎকাল টিকিটের একটি নির্দিষ্ট সময় আছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে তৎকাল টিকিট কাটা যায়। এসির জন্য সময় ১০ টা থেকে ১১ টা। নন এসি বুকিং করা যায়, ১১ টা থেকে। নয়া নিয়মে প্রথম দশ মিনিট বুকিং করতে পারেন না এজেন্টরা।
আবার অনলাইনে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধারও বাধ্যতামূলক করা হয়েছে। আইআরসিটিসির ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ, যে কোনও মাধ্যমে টিকিট কাটার ক্ষেত্রেই প্রথম ১৫ মিনিটে আধার কার্ড লাগবেই। সচিত্র পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক হলে টিকিটের কালোবাজারি বন্ধ সম্ভব বলেই আশা। তবে কাউন্টার থেকে টিকিট বুকিংয়ের নিয়মে কোনওরকম পরিবর্তন হয়নি।
