shono
Advertisement
Lifestyle News

বাড়বে সঞ্চয়, রাখবে ফিটও, কৃত্রিম বুদ্ধিমত্তার জোরেই ২০২৬-এ দুনিয়া জিতবেন আপনিই!

ব্যাপারটা কী?
Published By: Tiyasha SarkarPosted: 04:18 PM Jan 02, 2026Updated: 05:03 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছর মানেই পুরনো ভুল সংশোধন করে নতুন শুরু। কেরিয়ারে উন্নতি হোক বা সঞ্চয়, যা আগেরবার হয়নি এবার তা যেন অধরা না থাকে। কিন্তু এতে আর নতুনত্ব কী! প্রতিবছরই নিজেকে কতশত প্রতিশ্রুতি দেন সকলে। সময়ের সঙ্গে সঙ্গে তা ভুলেও যান! ফলে অনেকক্ষেত্রেই ভুল সংশোধন আর হয়ে ওঠে না। গবেষণা বলছে, এক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (AI)। নিমেষে আপনাকে পৌঁছে দিতে পারে সফলতার শীর্ষে।

Advertisement

১. বিত্তশালী হতে কে না চায়। কিন্তু চাইলেই কি আর সঞ্চয় করা যায়? অধিকাংশেরই দেখা যায়, যা আয় করছেন তা-ই ব্যয় হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অব্যর্থ AI! খরচের ধরন জেনে আপনার কোথায় সমস্যা তা বলে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। ফলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন সঞ্চয় করতে পারছেন না। অভ্যেস বদলে ফেলতে পারলে সময়ের সঙ্গে সঙ্গে সচেতনতা ও আত্মবিশ্বাস বাড়বে। আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়ে উঠবেন আপনি।

ফাইল ছবি।

২. চাকরিতে পদোন্নতি সকলেই চান। ফলে বারবার সংস্থাও বদল করেন। কিন্তু তার জন্য নিজেকে আপডেট করা ভীষণ জরুরি। এক্ষেত্রে আপনার কেরিয়ার গাইড হিসেবে কাজ করতে পারে এআই। আপনি এআইয়ের কাছ থেকে জানতে পারেন কোন স্কিল শিখলে কাজের ক্ষেত্রে বাড়তি সুবিধা মিলতে পারে। নিজের সিভি আপলোড করে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের কাছে আপনি জানতে চাইতে পারেন যে কীভাবে নির্দিষ্ট কোনও পোস্টের জন্য নিজেকে তৈরি করবেন।

৩. স্বাস্থ্য সম্পর্কিত অধিকাংশ পরিকল্পনাই বাস্তবায়িত হয় না। জিমে যাবেন ভেবেও শেষপর্যন্ত যাওয়া হয়ে ওঠে না অনেকের। তালিকায় রয়েছে এরকম আরও কত কী। আপনার স্বাস্থ্য, রুটিন, বাজেট এবং সময়ের সীমাবদ্ধতার উপর ভিত্তি করে ফিটনেস এবং পুষ্টি সংক্রান্ত পরামর্শ দিতে AI-এর জুড়ি মেলা ভার।

৪. কাজের প্রয়োজনে অনেকেই নতুন ভাষা শিখতে চান। কিন্তু তা যথেষ্ট সময় সাপেক্ষ। কাজের ফাঁকে সময় বের করাও কঠিন। এক্ষেত্রে AI-এর মতো বন্ধু আর কেউ নেই। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে অত্যন্ত সহজে, বাড়ি বসেই শিখতে পারবেন যে কোনও ভাষা। যা আপনার কেরিয়ার গ্রোথের জন্য অত্যন্ত উপকারী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খরচের ধরন জেনে আপনার কোথায় সমস্যা তা বলে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। ফলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন সঞ্চয় করতে পারছেন না।
  • আপনি এআইয়ের কাছ থেকে জানতে পারেন কোন স্কিল শিখলে কাজের ক্ষেত্রে বাড়তি সুবিধা মিলতে পারে। নিজের সিভি আপলোড করে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের কাছে আপনি জানতে চাইতে পারেন যে কীভাবে নির্দিষ্ট কোনও পোস্টের জন্য নিজেকে তৈরি করবেন।
Advertisement