shono
Advertisement
Android

হ্যাকারের কবলে পড়তে পারেন দেশের লক্ষ লক্ষ অ্যান্ড্রয়েড ইউজার! কড়া সতর্কতা জারি কেন্দ্রের

কীভাবে বাঁচবেন হ্যাকারদের হাত থেকে জেনে নিন।
Published By: Biswadip DeyPosted: 02:33 PM Nov 08, 2025Updated: 02:33 PM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যাকারের কবলে পড়তে পারেন দেশের লক্ষ লক্ষ অ্যান্ড্রয়েড! এমনই আশঙ্কার কথা জানিয়েছে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)। জানানো হয়েছে, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেন নানা ত্রুটি ধরা পড়েছে। যার সুযোগ নিয়ে হামলা চালাতে পারে হ্যাকাররা।

Advertisement

কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যান্ড্রয়েড ১৩, অ্যান্ড্রয়েড ১৪, অ্যান্ড্রয়েড ১৫ এবং অ্যান্ড্রয়েড ১৬- এই চার অপারেটিং সিস্টেম ঝুঁকির মুখে রয়েছে। অর্থাৎ এই অপারেটিং সিস্টেম যে ইউজারদের ফোনে রয়েছে, সেই ফোনগুলি 'বিপণ্ণ'। যার মধ্যে রয়েছে ডেটার অননুমোদিত অ্যাক্সেস এবং সিস্টেম ক্র্যাশের আশঙ্কা।

সমাধান কোথায়? বলা হয়েছে, এর সমাধান হল গুগলের সর্বশেষ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচটি নেওয়া। আপনার স্মার্টফোনের সেটিংসে যান। তারপর ফোনের আপডেট চেক করে সেখান থেকেই নিরাপত্তা প্যাচটি পেতে পারেন। পাশাপাশি সব সময়ের জন্য সুরক্ষিত থাকতে অটোমেটিক আপডেটও চালু করতে পারেন। সব মিলিয়ে আপনার ডিভাইসটি যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

প্রসঙ্গত, এর আগে গত আগস্টে জানা গিয়েছিল বহু জিমেল ইউজাররা বিপণ্ণ! দ্রুত তাঁদের পাসওয়ার্ড বদলে ফেলার নিদান দেয় টেক জায়ান্ট সংস্থা। এবং সেই সঙ্গেই টু-স্টেপ ভ্যারিফিকেশন চালু করারও পরামর্শ দেওয়া হয়। জানা যায়, ওই ইউজারদের গোপন তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকার্সদের কুখ্যাত গ্রুপ শাইনিহান্টার্স। ফলে ওই অ্যাকাউন্টগুলি বড়সড় ঝুঁকির সম্মুখীন। এর থেকে বাঁচার উপায় হিসেবে টু-স্টেপ ভ্যারিফিকেশনের কথা বলা হয়েছিল। এটা আসলে ডিজিটাল ‘দরজা’য় এক অতিরিক্ত ‘তালা’। সেক্ষেত্রে হ্যাকাররা পাসওয়ার্ড হাতিয়ে নিলেও তাদের আরও একটি কোড লাগবে। সেটি পৌঁছয় ইউজারদের ডিভাইসে। ফলে হ্যাকাররা আর সেই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। অর্থাৎ ‘ছোট্ট’ একটি পদক্ষেপেই কিন্তু বাঁচা সম্ভব। এবার অ্যান্ড্রয়েডে হ্যাকারদের হানা সম্পর্কে সতর্ক করল কেন্দ্রীয় সংস্থা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হ্যাকারের কবলে পড়তে পারেন দেশের লক্ষ লক্ষ অ্যান্ড্রয়েড!
  • এমনই আশঙ্কার কথা জানিয়েছে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)।
  • জানানো হয়েছে, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেন নানা ত্রুটি ধরা পড়েছে। যার সুযোগ নিয়ে হামলা চালাতে পারে হ্যাকাররা।
Advertisement