shono
Advertisement
Jeevan Pramaan Face App

এবার বাড়ি বসে অনলাইনেই পেনশনাররা জমা দিন লাইফ সার্টিফিকেট, জেনে নিন পদ্ধতি

জানুন স্টেপ বাই স্টেপ কীভাবে করবেন।
Published By: Buddhadeb HalderPosted: 08:07 PM Nov 13, 2025Updated: 08:07 PM Nov 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেনশন প্রাপকদের প্রতি বছরই লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। তাঁদের কাছে তাই নভেম্বর মাসটা অতি গুরুত্বপূর্ণ। পেনশনভোগী আদৌ জীবিত রয়েছেন কিনা, তা এভাবেই যাচাই করা হয়। সেজন্য একে 'জীবন প্রমাণ' বলা হয়ে থাকে। সাধারণত যে ব্যাঙ্ক থেকে আপনি পেনশন তোলেন, সেখানে উপস্থিত থেকে ফর্ম জমা করতে হয়। সঠিক মানুষটির হাতে পেনশন পৌঁছচ্ছে কিনা তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। এই সার্টিফিকেট জমা না দিলে বন্ধ হয়ে যেতে পারে পেনশন।

Advertisement

এই প্রমাণপত্র জমা দিতে এতদিন পর্যন্ত আপনাকে ছুটতে হত ব্যাঙ্ক বা পোস্ট অফিসে। ব্যাঙ্ক দূরে হলে রীতিমতো সমস্যায় পড়তে হয় বয়স্কদের। তবে এখন মুশকিল আসান। অনলাইনেই জমা করতে পারবেন আপনার জীবন প্রমাণ। কেন্দ্রীয় পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তর (DoPPW) পেনশন প্রাপকদের জন্য চালু করেছে জীবন প্রমাণ অ্যাপ (https://jeevanpramaan.gov.in)। চলুন জেনে নেওয়া যাক কীভাবে নিজের মোবাইল থেকেই এই সার্টিফিকেট জমা দেবেন?

অ্যান্ড্রয়েড ইউজার:
(১) গুগল প্লে স্টোর থেকে AadhaarFaceRd এবং Jeevan Pramaan Face অ্যাপ দু'টি ইনস্টল করুন।
(২) Jeevan Pramaan Face অ্যাপ খুলে পেনশনারের আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডি টাইপ করুন।
(৩) আধারের সঙ্গে আপনার মুখ মিলিয়ে দেখতে ক্যামেরা অন করার নির্দেশ দেওয়া হবে। ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে নির্দেশ অনুযায়ী তা করে ফেলুন।
(৪) এরপর পেনশন প্রাপকের নাম, কর্মক্ষেত্র সংক্রান্ত তথ্য, অনুমোদনকারী কর্তৃপক্ষ, পিপিও নম্বর এবং পেনশন অ্যাকাউন্টের তথ্য লিখুন।
(৫) পেনশন প্রাপকের ছবি আধারের সঙ্গে মিলে গেলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে একটি OTP।
(৬) OTP দিলেই আপনার স্ক্রিনে ভেসে উঠবে যে লাইফ সার্টিফিকেট জমা হয়ে গিয়েছে।
(৭) লাইফ সার্টিফিকেট সঠিক ভাবে জমা পড়ল কিনা, তার প্রমাণপত্র ডাউনলোড করার অপশনও পেয়ে যাবেন সেখানে।

iOS ইউজার:
অ্যাপ স্টোর থেকে AadhaarFaceRd এবং Jeevan Pramaan Face অ্যাপ ডাউনলোড করে নিন। বাকি সমস্ত প্রক্রিয়া অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মতোই।

হাতের কাছে যা রাখবেন:
(১) আধার কার্ড।
(২) রেজিস্টার্ড মোবাইল নম্বর।
(৩) পেনশন প্রদানকারী সংস্থা বা ব্যাঙ্কের সঙ্গে আধার নম্বরের রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক।
(৪) পিপিও নম্বর এবং পেনশন অ্যাকাউন্ট নম্বর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পেনশন প্রাপকদের প্রতি বছরই লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়।
  • কেন্দ্রীয় পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তর (DoPPW) পেনশন প্রাপকদের জন্য চালু করেছে জীবন প্রমাণ অ্যাপ (https://jeevanpramaan.gov.in)।
  • নিজের মোবাইল থেকেই এই সার্টিফিকেট জমা দেবেন কীভাবে? জেনে নিন।
Advertisement