সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়ে কম-বেশি প্রায় সকলেই Rapido'র অ্যাপ ক্যাব ও বাইক ব্যবহার করেন। মূলত অ্যাপ বাইক অনেক সস্তায়, কম সময়ে পৌঁছে দেয় গন্তব্যে। যার জন্য খুব অল্প সময়ে সকলের পছন্দের তালিকায় উঠে এসেছে এই অ্যাপ। এবার গ্রাহকদের কথা মাথায় রেখে একগুচ্ছ নয়া ফিচার আনল এই অ্যাপ।
সাইবার কাফেতে গিয়ে ট্রেন, বিমান বা বাসের টিকিট কাটার দিন এখন অতীত। ঘুরতে যাওয়ার প্ল্যান হতে না হতেই এখন মোবাইল বা ল্যাপটপেই টিকিট কেটে ফেলেন প্রায় সকলেই। মোবাইলে থাকা Goibibo, Makemytrip-এর মতো অ্যাপে টিকিটের পাশাপাশি হোটেলও বুক করা যায় এক ক্লিকেই। যার ফলে ঘুরতে যাওয়ার প্ল্য়ানিং নিয়ে খুব একটা পরিশ্রম করতে হয় না। সহজে বাড়িতে বসেই সব বুকিং হয়ে যায়। শুধু নির্ধারিত দিনে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লেই কেল্লাফতে! এতদিন Rapido-তে শুধুমাত্র বাইক ও ক্যাব বুক করা যেত। সংস্থা সূত্রে খবর, গ্রাহকদের কথা ভেবেই হোটেল, বিমান, বাস ও ট্রেনের টিকিট বুকিংয়ের অপশন নিয়ে এল এই অ্যাপ। জানা গিয়েছে, Goibibo, Makemytrip ও Redbus-এর সঙ্গে হাত মিলিয়েই এই পরিষেবা চালু করেছে Rapido।
নিশ্চয়ই ভাবছেন কী করে বুকিং করবেন? অ্যাপটি খুললেই মিলবে 'Travel' অপশন। তাতে ক্লিক করলেই পাবেন বাস, ট্রেন, বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ের সুযোগ। দিনক্ষণ দিলেই বুকিং হয়ে যাবে নিমেষে। Rapido-র তরফে জানানো হয়েছে, "এখন শুধু এয়ারপোর্টে পৌঁছে দেওয়াই নয়। আপনার ফ্যামিলি ট্রিপের যাবতীয় প্ল্যানিং হয়ে যাবে এক অ্যাপেই।" Makemytrip-এর তরফেও এই পার্টনারশিপের কথা ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, প্রথমে শুধুমাত্র অ্যাপ বাইকের পরিষেবাই মিলত Rapido-তে। পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে আরও নানা ফিচার এনেছে সংস্থা। নয়া সংযোজন এই হোটল-টিকিট বুকিং।
