সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে প্রযুক্তি নির্ভরতা। কোথাও যাওয়ার আগে লাইনে দাঁড়িয়ে লোকাল ট্রেনের টিকিট এখন আর প্রায় কেউই কাটেন না। সেক্ষেত্রে ভরসা রেলের UTS অ্যাপ। কারণ, লাইনে দাঁড়ানোর ঝক্কি নেই, সময়ও বাঁচে। টিকিট হারিয়ে ফেলার ভয়ও থাকে না এতে। কিন্তু যারা নিয়মিত এই অ্যাপে টিকিট কাটতেন বা মান্থলি করতেন, তাঁদের জন্য দুঃসংবাদ। বন্ধ হয়ে যাচ্ছে UTS অ্যাপ! নিশ্চয়ই ভাবছেন তাহলে আবার সেই লাইনে দাঁড়ানোর ঝক্কি পোহাতে হবে? নাহ, এ নিয়ে চিন্তার কোনও কারণ নেই।
দীর্ঘদিন ধরেই লোকাল ট্রেনযাত্রীদের ভরসা UTS অ্যাপ। স্টেশন থেকে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে একক্লিকেই টিকিট কেটে ফেলতেন সকলে। ছিল পেপারলেস ও পেপার অপশন। পেপারলেসে ক্লিক করে কাটলে অ্যাপেই দেখায় টিকিট। আর পেপার বেছে নিলে অ্যাপের মাধ্যমে কাটার পর স্টেশনের ভেন্ডিং মেশিন থেকে হার্ড কপি নিতে হয়। বহু নিত্যযাত্রী অ্যাপেই মান্থলিও করতেন। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে এই অ্যাপে আর মান্থলি কাটা যাচ্ছে না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, অ্যাপের যান্ত্রিক সমস্যা। কিন্তু তারপরই প্রকাশ্যে এসেছে একটি বিজ্ঞপ্তি। তাতে জানানো হয়েছে, মার্চের ১ তারিখ থেকে আর কাজ করবে না UTS। তার বদলে টিকিট কাটতে হবে RailOne অ্যাপে। তাই আগেভাগেই UTS অ্যাপে মান্থলি বুকিং বন্ধ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। যাদের এই মুহূর্তে UTS-এ মান্থলি করা রয়েছে, তারা চাইলে তা ট্রান্সফার করে নিতে পারবেন নয়া অ্যাপে।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রেলের এই বিজ্ঞপ্তি।
জানা যাচ্ছে, প্লে স্টোরে রয়েছে RailOne। যারা UTS ব্যবহার করেন তাঁরা ওই অ্যাপের তথ্য দিয়েই নয়া অ্যাপে লগ ইন করতে পারবেন। শুধু নিত্যদিনের টিকিট বুকিং বা মান্থলিই নয়, ট্রেন কোথায় আছে, পিএনআর স্টেস্টাস-সহ ট্রেন সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন এই অ্যাপে। মনে করা হচ্ছে, একাধিক অ্যাপের ব্যবহার সমস্যার, সেকথা ভেবেই ট্রেন সংক্রান্ত যাবতীয় ফিচার নিয়ে নয়া অ্যাপ লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে রেল। যদিও আদৌ UTS বন্ধ হচ্ছে কি না, শেষ পাওয়া খবর অনুযায়ী তা এখনও স্পষ্ট নয়। পূর্ব রেলের সিনিয়র DRO জানিয়েছেন, শনিবার পর্যন্ত এবিষয়ে তাঁদের কাছে কোনও তথ্য ছিল না।
