সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজারে হু হু করে বাড়ছে মেমরির চাহিদা। আর এর নেপথ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিরাট উত্থান। ফলে র্যামের দাম কিছুটা বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামিদিনেও মূল্যবৃদ্ধি বজায় থাকবে। কেননা চাহিদা বেড়েই চলেছে।
র্যামের দাম বাড়ার মূল কারণ কী? এর অন্যতম কারণ বিশ্বব্যাপী মেমরি চিপের মতোই র্যামেরও ঘাটতি। ফলে সারা বিশ্বেই ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে র্যামের। উচ্চ চাহিদা ও সামান্য সরবরাহের কারণেই দাম বাড়াকমা চলছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সেন্টারের জন্য HBM র্যামের চাহিদা অপ্রত্যাশিতভাবেই বেড়েছে অনেকটাই। HBM চিপ তৈরিতে সাধারণ DRAM চিপের চেয়ে বেশি লাভ হওয়ায় নির্মাতারা সেইদিকে বেশি মনোযোগ দিয়েছেন।
উল্লেখ্য, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যা র্যাম নামেও পরিচিত, যে কোনও আধুনিক কম্পিউটারে বা স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে একটি বরাবরই। কিন্তু বর্তমান সময়ে চ্যাটজিপিটি, জেমিনি এবং ক্লডের মতো এআই চ্যাটবটের বাড়বাড়ন্তে গত কয়েক মাসে কম্পিউটারের চাহিদা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বের দুই বৃহত্তম র্যাম নির্মাতা স্যামসাং ও এসকে হাইনিক্স। এই দুই সংস্থাই একযোগে বিশ্ববাজারে দাম বাড়িয়েছে তাদের পণ্যের। ৩০ শতাংশ দাম বেড়েছে DRAM ও NAND ফ্ল্যাশ মডিউলেরও।
শুল্ক একটা ফ্যাক্টর হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হল AI-এর প্রভাব। DDR5 মেমোরির চাহিদা এমন এক সময়ে বৃদ্ধি পেয়েছিল যখন DDR4 মাদারবোর্ডগুলি বাজার থেকে প্রত্যাহার করা হয়েছিল এবং আমেরিকায় কম্পিউটারের উপাদানগুলির দাম শুল্কের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখনও AI-এর ভাব।
