সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্র সব ফোনে 'সঞ্চার সাথী' অ্যাপ রাখা বাধ্যতামূলক বলে ঘোষণা করতেই দানা বেঁধেছে বিতর্ক। নজরদারির অভিযোগ তুলে এর বিরোধিতা করেছে বিরোধীরা। বিতর্কের জেরে নতিস্বীকার করছে কেন্দ্র! সব মিলিয়ে চর্চায় এই অ্যাপ। কিন্তু জানেন কী কী ফিচার রয়েছে এই অ্যাপে। ব্যবহারই বা করবেন কীভাবে?
প্রথমে প্লে স্টোরে গিয়ে টাইপ করুন 'Sanchar Sathi'। ডাউনলোড করুন অ্যাপটি। এরপর নিজের নাম লিখে রেজিস্টার করুন। আপনার মোবাইলে যে সিম রয়েছে, তা স্ক্রিনে দেখতে পাবেন। এরপরই ভেসে উঠবে অ্যাপের ফিচারগুলো।
১. প্রথমেই রয়েছে, 'রিপোর্ট সাসপেক্ট ফ্রড কমিউনিকেশন।' তাতে ক্লিক করলে খুলে যাবে একটি পেজ। যদি কোনও ফোন বা মেসেজ পেয়ে আপনার ধারণা হয় যে সেটি প্রতারকদের ফাঁদ, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন আপনি।
২. এরপরই পাবেন 'ব্লক ইওর লস্ট/স্টোলেন মোবাইল।' তাতে ক্লিক করলে পাবেন চারটি অপশন। ১. ব্লক লস্ট/স্টোলেন মোবাইল। ২. আন ব্লক ফাউন্ড মোবাইল। ৩. চেক রিকোয়েস্ট স্টেটাস। ৪. ফরগট রিকোয়েস্ট আইডি? --এই অপশনগুলোর মধ্যে যেটি প্রয়োজন সেটি বেছে নিয়ে পরবর্তী ধাপগুলো পূরণ করতে হবে।
৩. তৃতীয় অপশনটি হল, 'নো মোবাইল কানেকশন ইন ইওর নেম'। অনেকক্ষেত্রেই দেখা যায়, পরিচয়পত্র ব্যবহার করে সিম তুলে নেন অচেনা লোক। জানতেই পারেন না নথির মালিক। অধিকাংশ ক্ষেত্রেই ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে তোলা সিমে অপরাধমূলক কাজ করা হয়। এবার অ্যাপের মাধ্যমেই দেখে নিতে পারবেন আপনার নামে কটি সিম। ফলে ভুয়ো নথিতে সিম ব্যবহার বন্ধ করা যাবে বলেই আশাবাদী কেন্দ্র।
৪. চতুর্থ অপশনটি হল 'নো জেনুইননেস অব ইওর হ্যান্ডসেট।' সেখানে আপনার মোবাইলের IMEI নম্বর দিলে পাবেন ফোনের বিস্তারিত তথ্য।
৫. শেষ অপশনটি হল, 'রিপোর্ট ইনকামিং ইন্টারন্যাশনাল কল উইথ ইন্ডিয়ান নম্বর'। অনেকক্ষেত্রে দেখা যায়, ফোন এলে স্ক্রিনে ভেসে ওঠে ভারতীয় নম্বর। কিন্তু ফোনটি আদতে বিদেশের। মূলত জালিয়াতরাই এভাবে ফাঁদে ফেলে আমজনতাকে। এই অপশনটিতে সেই সংক্রান্ত অভিযোগ জানানো যাবে।
প্রসঙ্গত, সোমবার মৌখিকভাবে কেন্দ্র মোবাইল সংস্থাগুলিকে জানিয়ে দেয়, প্রতিটি স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে ইনস্টল করতে হবে সাইবার নিরাপত্তা অ্যাপ সঞ্চারসাথী। চাইলেও যা ডিলিট করতে পারবেন না গ্রাহকরা। বলা হয়, ৯০ দিনের মধ্যে যে সব স্মার্ট ফোন বাজারে নতুন করে আসবে, সমস্ত স্মার্টফোনে এই অ্যাপটি প্রি লোড করতে হবে। কেন্দ্রের দাবি, সাইবার প্রতারণা রোখার পাশাপাশি চুরি বা হারিয়ে যাওয়া ফোন ট্র্যাক, কালোবাজারে নকল ফোন বিক্রি রুখতে কার্যকরী অ্যাপটি। কিন্তু বিরোধীদের দাবি, সাইবার নিরাপত্তার নামে আসলে আমজনতার ফোনে নজরদারির চেষ্টা করছে মোদি সরকার! প্রবল বিরোধিতার জেরে মঙ্গলবার পিছু হটে কেন্দ্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, “এই অ্যাপ সকলের ফোনে রাখাটা আমাদের কর্তব্য। কিন্তু সেটা ফোনে গ্রাহক রাখবেন কিনা, সেটা গ্রাহকের সিদ্ধান্ত।”
