shono
Advertisement

Breaking News

Artificial Intelligence

দ্বাদশ শ্রেণির পড়ুয়ার হাতে জন্ম AI রোবটের! এবার কলেজে পড়াবে 'সোফি'

'সোফি'র সঙ্গে পরিচয়পর্ব সারলেন লখনউয়ের কলেজ পড়ুয়ারা।
Published By: Sucheta SenguptaPosted: 02:10 PM Nov 30, 2025Updated: 02:14 PM Nov 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাসে স্যর, ম্যাডামদের পড়ানোর দিন বুঝি শেষ হতে চলল। এবার থেকে পড়াবে মানুষেরই তৈরি রোবট! অন্তত তেমনই ইঙ্গিত মিলল লখনউয়ের এক কলেজে। 'সোফিয়া' রোবটের ধাঁচে এবার 'সোফি' নামে একটি এআই রোবট বানিয়ে ফেলল ১৭ বছরের এক কিশোর। পরনে তার গোলাপি শাড়ি-ব্লাউজ, সেই রোবট আবার শিক্ষিকার ভূমিকায় অবতীর্ণ হয়ে ক্লাস নিচ্ছেন দিব্যি! বিষয়টি সোশাল মিডিয়ায় প্রকাশ হতেই চমকে গিয়েছেন নেটিজেনরা। প্রশংসা কুড়িয়েছেন 'সোফি'র জন্মদাতা দ্বাদশ শ্রেণির পড়ুয়া আদিত্য কুমার।

Advertisement

উত্তরপ্রদেশের শিবচরণ ইন্টার কলেজের ক্লাসরুমে রোবটটিকে ঘিরে ডেমো দেন ওই কিশোর। ভিডিওতে দেখা যায়, রোবট 'সোফি' নিজেকে পরিচয় করিয়ে বলছে "আমি এআই টিচার রোবট সোফি। আমাকে আদিত্য তৈরি করেছে। আমি শিবচরণ ইন্টার কলেজে পড়াই। তোমরা কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও?” এরপর আদিত্য সোফিকে জিজ্ঞাসা করেন, 'দেশের প্রথম রাষ্ট্রপতি কে?' রোবট জানায়, 'ড. রাজেন্দ্র প্রসাদ।' প্রথম প্রধানমন্ত্রীর নাম জানতে চাইলে জবাবে সে বলে, 'পণ্ডিত জওহরলাল নেহরু।'

রোবটটি তৈরির জন্য এলএলএম চিপসেট ব্যবহার করেছেন আদিত্য। নামী সংস্থাগুলিও এই প্রযুক্তি ব্যবহার করেই কাজ করে। দ্বাদশের পড়ুয়া আদিত্য জানিয়েছে, এখন 'সোফি' শুধু কথা বলতে পারে। খুব শীঘ্রই সে লিখতেও পারবে, তার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি তৈরির কাজ চলছে। একজন স্কুলছাত্র কীভাবে এত উন্নত প্রযুক্তির রোবট তৈরি করল, এই প্রশ্ন তোলার পাশাপাশি আদিত্যর উদ্ভাবনী শক্তি এবং প্রতিভার পরিচয় পেয়ে প্রশংসা পঞ্চমুখ শিক্ষক মহল। বলা হচ্ছে, এআই নিয়ে নানাবিধ কাজের পরিধি ক্রমশ বাড়ার পাশাপাশি আজকের পড়ুয়া মহলে তার প্রভাব ও প্রয়োজনীয়তা টের পাওয়া যাচ্ছে। তবে বিশেষজ্ঞদের আরেকাংশের মত, সামগ্রিকভাবে দেশের শিক্ষাব্যবস্থায় রোবট বা এআই-এর সাহায্য নেওয়া কতটা সম্ভব, তা আগামীতেই বোঝা যাবে।At

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্কুলপড়ুয়ার হাতে তৈরি এআই রোবট 'সোফি'।
  • এবার কলেজে শিক্ষিকার ভূমিকায় দেখা যেতে পারে তাকে, হয়ে গেল ডেমোও।
  • লখনউয়ের দ্বাদশ শ্রেণির পড়ুয়ার উদ্ভাবনীতে চমক! 'সোফি' ভাইরাল সোশাল মিডিয়ায়।
Advertisement