shono
Advertisement
SIR

১৬ ডিসেম্বর প্রকাশিত হবে SIR-এর খসড়া তালিকা, আপনার নাম আছে তো? জেনে নিন খোঁজার পদ্ধতি

অনলাইন ও অফলাইন, দুই পদ্ধতিতেই দেখতে পারবেন নাম।
Published By: Tiyasha SarkarPosted: 01:06 PM Dec 12, 2025Updated: 05:51 PM Dec 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনুমারেশন ফর্ম জমার কাজ শেষ। এবার অপেক্ষা খসড়া তালিকার। আগামী ১৬ ডিসেম্বর সেই তালিকা প্রকাশ করবে কমিশন। সকলের মনেই প্রশ্ন, আদৌ নাম থাকবে তো? কীভাবে খসড়া তালিকায় খুঁজতে হবে নাম? চলুন জেনে নিন পদ্ধতি।

Advertisement

কমিশন সূত্র খবর, অনলাইন ও অফলাইন-দুই পদ্ধতিতেই দেখা যাবে খসড়া তালিকা। অনলাইনে নাম খুঁজতে হলে প্রথমে যেতে হবে কমিশনের ওয়েবসাইট-eci.gov.in। সেখানেই পাবেন নাম ও এপিক নম্বর বসানোর জায়গা। নির্দিষ্ট জায়গায় তা বসাতে হবে। তারপর সাবমিট করলেই স্ক্রিনে ভেসে উঠবে খসড়া তালিকা। একইভাবে ceowestbengal.wb.gov.in-এও পাবেন খসড়া তালিকা। নির্বাচন কমিশনের যে অ্যাপ রয়েছে তাদের আপলোড করা হবে লিস্ট। ফলে চাইলে সেখানেও খুঁজতে পারবেন নিজের নাম।

তবে এখনও বহু মানুষ রয়েছেন যারা অনলাইনে সরগড় নন। তাঁদেরও চিন্তার কোনও কারণ নেই। কারণ, অফলাইনেও মিলবে লিস্ট। প্রত্যেক বুথের বিএলওদের কাছে থাকবে খসড়া তালিকা। তাঁদের কাছে গেলেই দেখে নিতে পারেন নাম রয়েছে কি না। কোনও কারণে যদি বিএলওদের সঙ্গে যোগাযোগে সমস্যা হয়, সেক্ষেত্রে মুশকিল আসান হবে বিএলএরা। প্রসঙ্গত, যাদের নাম বাদ পড়বে তাঁদেরও তালিকা প্রকাশ করবে কমিশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনলাইনে নাম খুঁজতে হলে প্রথমে যেতে হবে কমিশনের ওয়েবসাইট-eci.gov.in।
  • সেখানেই পাবেন নাম ও এপিক নম্বর বসানোর জায়গা। নির্দিষ্ট জায়গায় তা বসাতে হবে। তারপর সাবমিট করলেই স্ক্রিনে ভেসে উঠবে খসড়া তালিকা।
Advertisement