shono
Advertisement
SIR in Bengal

মোট ১১ বার! ফর্ম পূরণের শেষদিনেও BLO অ্যাপে যুক্ত হল নয়া অপশন

কী জানাচ্ছে কমিশন?
Published By: Tiyasha SarkarPosted: 03:03 PM Dec 11, 2025Updated: 04:15 PM Dec 11, 2025

সুদীপ রায়চৌধুরী: আজ, বৃহস্পতিবার এনুমারেশন ফর্ম পূরণ ও আপলোডের শেষদিন। এইদিনেই বিএলও অ্যাপে (BLO App)যুক্ত হল নতুন অপশন। সেটি হল, reverify Logical Discrepancies। যাদের নথি নিয়ে সংশয় তাঁদের নথি আরও একবার যাচাইয়ের জন্য এই অপশন বলেই জানা গিয়েছে। এই নিয়ে মোট ১১ বার বিএলও অ্যাপে যুক্ত হল নতুন অপশন।

Advertisement

রাজ্যে এসআইআর (SIR in Bengal) শুরু হয়েছে গত নভেম্বরে। তারপর থেকেই একাধিক সমস্যা দেখা দেয় ফর্ম পূরণ ও আপলোডে। অনেকক্ষেত্রে ভুল তথ্য আপলোড হয়েছে। সেকথা মাথায় রেখে সংশোধনের জন্য একাধিকবার নানা অপশন যুক্ত করা হয়েছে বিএলও অ্যাপে। বৃহস্পতিবার জুড়ল 'Reverify Logical Discrepancy' অপশন। ফর্ম আপলোডের পরও যাদের নথি নিয়ে কোনও রকম সংশয় থাকবে, এই অপশনের মাধ্যমে তা রি-ভেরিফাই করা যাবে বলেই কমিশন সূত্রে খবর।

প্রসঙ্গত, জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, তাঁদের কাছে থাকা নথি ও বিএলওদের মাধ্যমে পাওয়া নথির মধ্যে বেশ কিছুক্ষেত্রে ফারাক দেখা যাচ্ছে। অনেকেই নাকি ঠাকুরদার নাম ব্যবহার করে ফর্ম পূরণ করেছেন। কিন্তু ২০০২ সালের ভোটার লিস্টে তাঁদের বাবার নাম নেই। কেউ আবার ঠাকুরমা, মায়ের নথি ব্যবহার করেছেন, সেখানেও বাবার উল্লেখ নেই। এই বিষয়টা সংশয় তৈরি করছে। সেই কারণেই পরিচয় প্রমাণে বাড়ি-দোকানের দলিল-সহ একাধিক নথি জোগাড় করছে কমিশন। লক্ষ্য একটাই, কোনও ভুতূড়ে ভোটার যেন না থাকে তালিকায়। একইভাবে কোনও বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায়। উল্লেখ্য, এদিন একাধিক সংস্থার সঙ্গে বৈঠক করছে কমিশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আজ, বৃহস্পতিবার এনুমারেশন ফর্ম পূরণ ও আপলোডের শেষদিন। এইদিনেই বিএলও অ্যাপে যুক্ত হল নতুন অপশন।
  • সেটি হল, reverify Logical Discrepancy।
  • যাদের নথি নিয়ে সংশয় তাঁদের নথি আরও একবার যাচাইয়ের জন্য এই অপশন বলেই জানা গিয়েছে। এই নিয়ে মোট ১১ বার বিএলও অ্যাপে যুক্ত হল নতুন অপশন।
Advertisement