সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের অন্যতম জনপ্রিয় ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থা উবের। এবার তারা নিয়ে এল এক নতুন ফিচার- সিম্পল মোড (Simple Mode)। উদ্দেশ্য, বয়স্ক ও নতুন ইউজারদের জন্য রাইড বুক করার বিষয়টিকে সহজ করে তোলা। মনে করা হচ্ছে, অচিরেই জনপ্রিয় হয়ে উঠবে এই ফিচার।
বলে রাখা ভালো, আজকের প্রজন্ম যেমন প্রযুক্তির সঙ্গে সড়গড়, প্রবীণরা ততটা নন। সেই কারণে অ্যাপ ক্যাব বুক করতে তাঁদের সমস্যায় পড়তে হয়। অনেক সময়ই সাহায্য চাইতে হয় অন্যের কাছে। পথের ভিড় ও শোরগোলের মধ্যেও তাঁরা যাতে অনায়াসে নিজের বাহনটি বেছে নিয়ে বুক করতে পারবেন, সেই লক্ষ্যে উবের নিয়ে এসেছে এই নয়া ফিচার।
কী এই সিম্পল মোড?
এই ফিচারটি বেছে নিলেই তা নিয়মিত ইন্টারফেসের পরিবর্তে একেবারে নতুন এক ডিজাইন করা লেআউট হাজির করবে ইউজারের সামনে। এতে রয়েছে-
বড় এবং উজ্জ্বল হরফ
আকারে বড় এবং কম সংখ্যক আইকন
সুবিন্যস্ত মানচিত্র এবং কনফার্মেশন স্ক্রিন
মোটো, ইন্টারসিটি, রেন্টালসের মতো অপশনগুলি দেখানোই হবে না। বরং এই অ্যাপ স্রেফ সবচেয়ে বেশি ব্যবহৃত রাইডগুলিই দেখাবে।
প্রতিটি পদক্ষেপই সহজ। লক্ষ্য, ইউজাররা যেন বুকিং করতে গিয়ে কোনও রকম অস্বাচ্ছন্দ্য কিংবা অস্বস্তিতে না পড়েন।
কীভাবে চালু করবেন
এই নয়া ফিচারের সুযোগ পেতে এই ধাপগুলি পেরতেই হবে-
উবের অ্যাপটি খুলে 'অ্যাকাউন্ট'-এ ট্যাপ করুন। একেবারে নিচে ডানদিকে পাবেন।
সেখান থেকে 'সেটিংস'-এ যান।
এরপর স্ক্রোল করে 'অ্যাক্সেসিবিলিটি'-তে যেতে হবে।
'সিম্পল মোড' চালু করুন।
সঙ্গে সঙ্গেই তা সক্রিয় হয়ে উঠবে।
এরপরই অ্যাপটি তৎক্ষণাৎ নিজেই রিফ্রেশ করবে নিজেকে।
একটি সরল লেআউট দৃশ্যমান হবে।
এভাবে রাইড বুকিং করা দ্রুততর হবে বলেই মনে করা হচ্ছে।
