বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: আধারের সঙ্গে নতুন মোবাইল আপডেট করতে আর দৌড়াদৌড়ি করতে হবে না। ঘরে বসে নিজের মোবাইল ফোন থেকেই তা করতে পারবেন নাগরিকরা। জানাল আধার কতৃপক্ষ। এটি করার জন্য অবশ্যই ফোনে থাকতে হবে আধার অ্যাপ। সেখানে ওটিপি এবং ফেস ভেরিফিকেশনের মাধ্যমে মোবাইল নম্বর আপডেট করা যাবে বলে জানিয়েছে আধার কতৃপক্ষ।
এক্স হ্যান্ডেলে সাম্প্রতিক এক পোস্টে আধারের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, শীঘ্রই নিরাপদ ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে বাড়িতে বসে মোবাইল নম্বর আপডেট করা সম্ভব হবে। আসন্ন এই ফিচারটি ওটিপি ভেরিফিকেশন এবং আধার অ্যাপের মাধ্যমে মুখের শনাক্তকরণের সমন্বয়ে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করবে। বর্তমানে আধার সংযুক্ত মোবাইল নম্বর আপডেট করতে ইচ্ছুক সকলকে ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য স্বশরীরে অনুমোদিত কেন্দ্রে যেতে হয়। বহু মানুষের জন্য, বিশেষ করে বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং দূরবর্তী বা গ্রামীণ এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে কেন্দ্রভিত্তিক পদ্ধতি সময়সাপেক্ষ ছিল। যেখানে নাগরিকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। আরও একি সমস্যার মুখেমুখি হতে হতো নাগরিকদের। তা হলো সময় পাওয়া। আধার কতৃপক্ষের অনুমোদিত কেন্দ্রের থেকে সময় পাওয়া ছিল বড় চ্যালেঞ্জ।
এবার নতুন ফিচারের মাধ্যমে আধার কতৃপক্ষ এই সমস্যাগুলি দূর করতে পুরো প্রক্রিয়াটি আধার গ্রাহকের স্মার্টফোনে করতে উদ্যোদী হয়েছে। তাতে গ্রাহকের সময় ও পরিশ্রম দু'টোই বাঁচবে। আধার কতৃপক্ষের মতে, এই সিস্টেমের মাধ্যমে প্রথমে ব্যবহারকারীর বর্তমান বা নতুন মোবাইল নম্বরে পাঠানো ওটিপি দিয়ে ভেরিফিকেশন করা হবে। এরপর আধার অ্যাপে থাকা বিল্ট-ইন ভেরিফিকেশন টুল ব্যবহার করে মুখের শনাক্তকরণ সম্পন্ন করা হবে। এই পদ্ধতিতে গ্রাহকের নিরাপত্তা বজায় থাকবে এবং প্রক্রিয়াটি সহজ হবে বলে জানিয়েছে আধার কতৃপক্ষ। তাঁদের দাবি, এই আপগ্রেডের জন্য নিজে আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হবে না। এক্স হ্যান্ডেলের পোস্টে উল্লেখ করা হয়, নতুন অ্যাপটি এলে গ্রাহকদের আধার সেন্টারে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। যদিও বাড়ি বসে মোবাইল নম্বর আপডেট করার ফিচারটি এখনও চালু হয়নি। খুব শীঘ্রই চালু হবে বলে জানিয়েছে আধার কতৃপক্ষ।
