সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল ইন্ডিয়া গড়াই মোদি সরকারের লক্ষ্য। আর সেই কারণেই ক্যাশলেস ইকোনমির দিকেও জোর দেওয়া হয়েছে। সেই প্রচেষ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল ইউপিআই লেনদেনের ব্যবস্থা। যত সময় গিয়েছে, আমজনতার মধ্যে ব্যাপকভাবে বেড়েছে ইউপিআই ব্যবহারের প্রবণতা। আজ থেকেই বদলে গেল সেই ইউপিআই লেনদেনের নিয়ম। বেশ কিছু নয়া নিয়ম মানতে হবে ইউজারদের। শুরুর দিনেই জেনে নিন বিশদে। পেটিএম, গুগল পে কিংবা ফোন পে- আপনি যেটাই ব্যবহার করুন না কেন, কিছু ফিচারের ক্ষেত্রে নিয়ম বদলাচ্ছে।
কী কী বদল হল?
১) আপনার ব্যালেন্স কত তা চেক করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। এবার থেকে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স দেখতে পারবেন।
২) আপনার মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার ক্ষেত্রেও থাকছে সীমা। দিনের মধ্যে সর্বোচ্চ ২৫ বার।
৩) অটো পো ট্র্যানজাকশনের ক্ষেত্রেও থাকছে নির্দিষ্ট সময় স্লট।
৪) আপনার লেনদেনের স্টেটাস দেখার ক্ষেত্রেও সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাত্র তিনবারই তা দেখা যাবে। এবং প্রত্যেক বার চেক করার ক্ষেত্রে থাকছে অন্তত দেড় মিনিট তথা ৯০ সেকেন্ডের ব্যবধান।
দেশে ৬০০ কোটির বেশি ইউপিআই লেনদেন হয়। সম্প্রতি অবশ্য ডিজিটাল লেনদেন নিয়ে নানা অভিযোগ শোনা গিয়েছে। বিশেষ করে এপ্রিল ও মে মাসে। এরপরই বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ তথা এনপিসিআই আবিষ্কার করে এই সমস্যার নেপথ্যে অন্যতম কারণ ইউজারদের বারবার ব্যালেন্স চেক করা। অথবা পেমেন্ট স্টেটাস বারংবার রিফ্রেশ করা। আর সেই কারণেই এবার এই নয়া নিয়ম চালু করা হয়েছে।
