shono
Advertisement
Nano Banana

সোশাল মিডিয়া জুড়ে Nano Banana ছবির ঝড়! জানেন বানানোর পদ্ধতি?

এভাবে বানিয়ে ফেলুন আপনিও।
Published By: Tiyasha SarkarPosted: 03:48 PM Sep 12, 2025Updated: 03:48 PM Sep 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেবিলে রাখা কম্পিউটার। স্ক্রিনে ভেসে উঠছে একজনের ছবি। স্ক্রিনের ঠিক সামনে রাখা ঠিকই একইরকম এক মূর্তি। সোশাল মিডিয়াজুড়ে এরকম থ্রিডি ছবির ঝড়। ট্রেন্ডে গা ভাসাচ্ছেন তারকা থেকে শুরু করে আমজনতা সকলেই। কিন্তু কী এই 'Nano Banana' ট্রেন্ড?

Advertisement

দিনভর নানা ব্যবস্তার মাঝে এখন প্রায় সকলেরই অবসর যাপন বলতে মোবাইলে বুঁদ হয়ে থাকা। বিভিন্ন অ্যাপেই আনন্দ খুঁজে পান সকলে। সেই সূত্র ধরেই একেক সময় ট্রেন্ডিং হয় একেকটি বিষয়। সম্প্রতি ঘিবলি ছবিতে ভরে যাচ্ছিল সোশাল মিডিয়ার ওয়াল। এবার নয়া ট্রেন্ড 'Nano Banana'। গুগল জেমিনি AI ব্যবহার করে নিমেষে থ্রিডি ছবি বানাচ্ছেন সকলে। শেয়ার করছেন সোশাল মিডিয়ায়।

চলুন জেনে নিন কীভাবে বানাবেন এই ছবি

১. প্রথমেই গুগল জেমিনি অ্যাপ খুলুন।
২. যে ছবিটি দিয়ে থ্রিডি ছবি বানাতে চান, সেটি আপলোড করুন।
৩. লিখুন কী ধরবেন ছবি চাইছেন। লিখতে পারেন, (“Create a 1/7 scale commercialized figurine of the characters in the picture, in a realistic style, in a real environment. The figurine is placed on a computer desk.”)
৪. ব্যাস, সাবমিট করে দিলেই কেল্লাফতে। কয়েকমুহূর্তেই পেয়ে যাবেন ছবি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি ঘিবলি ছবিতে ভরে যাচ্ছিল সোশাল মিডিয়ার ওয়াল। এবার নয়া ট্রেন্ড 'Nano Banana'।
  • গুগল জেমিনি AI ব্যবহার করে নিমেষে থ্রিডি ছবি বানাচ্ছেন সকলে। শেয়ার করছেন সোশাল মিডিয়ায়।
Advertisement