সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার দুপুরে আচমকা 'অকেজো' হোয়াটসঅ্যাপ! লগ ইন করতে গিয়ে বিশ্বজুড়ে সমস্যায় বহু ইউজার। কেউ ওয়েব ভার্সনে লগ ইন করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। কেউ কেউ ফোনেও অ্যাপটি ব্যবহার করতে পারছেন না। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে বিষয়টা জানিয়েছেন বহু ব্যবহারকারী।
আট থেকে আশি, বিশ্বজুড়ে সকলেই এখন ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। বন্ধুদের সঙ্গে আড্ডা থেকে ছবি, মেসেজ লেনদেন, সবকিছুই চলে এই অ্যাপে। তবে এখানেই শেষ নয়, বর্তমানে বহু অফিসিয়াল কাজও হয় হোয়াটসঅ্যাপেই। ফলত বলাই যায়, বর্তমানে মানুষ অনেকটাই হোয়াটসঅ্যাপ নির্ভর। সোমবার দুপুরে আচমকাই 'অকেজো' হয়ে যায় অ্যাপটি। প্রথমে ওয়েব ভার্সনে লগ ইন করার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। কেউ আবার মোবাইলেও সমস্যার সম্মুখীন। কিছু পাঠাতে গেলে দেখা যায়, তা যাচ্ছে না। সমস্যা হচ্ছে বুঝতে পেরেই একের পর এক ইউজাররা এক্স হ্যান্ডেলে সমস্যার কথা তুলে ধরেন। কেউ প্রশ্ন করেন, "হোয়াটসঅ্যাপ ডাউন? নাকি আমার একারই সমস্যা?" কেউ আবার সমস্যা নিশ্চিত করে লেখেন, "বিশ্বজুড়েই ডাউন হোয়াটসঅ্যাপ।"
যদিও ঠিক কী কারণে বন্ধ হয়েছে পরিষেবা, সেটা জানায়নি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে মনে করা হচ্ছে সার্ভারে কোনও সমস্যা হওয়ার কারণেই বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ পরিষেবা স্তব্ধ হয়েছে। তবে কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হবে, সেই অপেক্ষায় সকলে।
