shono
Advertisement
WhatsApp

এক ক্লিকেই ম্যানেজ হবে ফোনের স্টোরেজ! দুরন্ত ফিচার আনল WhatsApp

ইউজারদের দারুণ সুযোগ দিচ্ছে মেটা।
Published By: Biswadip DeyPosted: 01:35 PM Oct 25, 2025Updated: 01:35 PM Oct 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিসের কাজ হোক বা নিছক আড্ডা, দিনভর সকলেই হোয়াটসঅ্যাপে মজে। সেই কারণেই নিয়মিত নতুন নতুন ফিচার আনার চেষ্টা করে সংস্থা। এবার ইউজারদের জন্য দারুণ সুখবর নিয়ে এল মেটার মালিকানাধীন এই অ্যাপ! এবার এক এমন ফিচারের দেখা মিলল যার সাহায্যে ইউজাররা চ্যাট ও ফোনের স্টোরেজ ম্যানেজ করতে পারবে।

Advertisement

কীভাবে কাজ করছে ফিচারটি? জানা যাচ্ছে, প্রথমে অ্যান্ড্রয়েডের 2.25.31.13-এর পরে iOS-এও এসে গিয়েছে ফিচারটি। যা স্ক্রিনে এমন এক অপশন দিচ্ছে, যার সাহায্যে ইউজাররা সোজাসুজি ডেটা ও স্টোরেজ সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। এবং তা নিয়ন্ত্রণও করতে পারবেন। অর্থাৎ হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ইউজারদের চ্যাটে প্রাপ্ত বড় ফাইলগুলি দেখতে, বাছাই করতে এবং ডিলিট করার অনুমতি দেবে।

ইউজাররা এখন মিডিয়া দ্রুত ফাইল খুঁজতে গিয়ে নানা বিকল্প পাবেন। এর মধ্যে সবচেয়ে নতুন, সবচেয়ে পুরনো ও বৃহত্তম ফাইল, এইভাবে নিজের পছন্দমতো বেছে নিতে পারবেন তাঁরা। এর ফলে চ্যাটের মধ্যে কোন ফাইলগুলি সবচেয়ে বেশি স্টোরেজ দখল করছে তা নির্ধারণ করা যাবে সহজেই। আপাতত এই আপডেট বিটাতেই পাওয়া যাচ্ছে। এবং অচিরেই তা সমস্ত ইউজারদের জন্য চালু হবে।

সম্প্রতি এদেশে কড়া প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হয়েছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপকে। দেখা গিয়েছে, হোয়াটসঅ্যাপকে ছাড়িয়ে শীর্ষস্থানে উঠে এসেছে দেশের মেসেজিং অ্যাপ্লিকেশন ‘আরাত্তাই’। ২০২১ সালে পথ চলা শুরু করেছিল অ্যাপটি। তামিল শব্দ এই ‘আরাত্তাই’-এর অর্থ হল চ্যাট। ঠিক হোয়াটসঅ্যাপের মতোই চ্যাটিং, ছবি, ভিডিও পাঠানো ও কলিং ফিচার রয়েছে তামিল এই অ্যাপে। প্রথম দিকে খানিকটা কিন্তু কিন্তু থাকলেও একটা সময়ের পর দ্রুতগতিতে বেড়েছে ইউজার। ফলে অ্যাপ স্টোরে হোয়াটসঅ্যাপকে ছাড়িয়ে শীর্ষস্থানে উঠে এসেছে এই ‘আরাত্তাই’। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ চাইবেই হারানো স্থান ফিরে পেতে। নতুন ফিচার এতে কতটা সাহায্য করে সেটাই এখন দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অফিসের কাজ হোক বা নিছক আড্ডা, দিনভর সকলেই হোয়াটসঅ্যাপে মজে।
  • এবার ইউজারদের জন্য দারুণ সুখবর নিয়ে এল মেটার মালিকানাধীন এই অ্যাপ!
  • এমন এক ফিচারের দেখা মিলল যার সাহায্যে ইউজাররা চ্যাট ও ফোনের স্টোরেজ ম্যানেজ করতে পারবে।
Advertisement