shono
Advertisement

Breaking News

WhatsApp New Rules

বন্ধ হওয়া নম্বরে ব্যবহার করা যাবে না WhatsApp! জালিয়াতি রুখতে একাধিক নির্দেশ কেন্দ্রের

আর কী কী নির্দেশ দিল কেন্দ্র?
Published By: Tiyasha SarkarPosted: 07:30 PM Nov 29, 2025Updated: 05:24 PM Dec 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইন জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের। এবার বন্ধ হওয়া নম্বরে আর দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ। একইভাবে ওয়েবভার্সন ব্যাবহারের ক্ষেত্রেও আসছে গুরুত্বপূর্ণ বদল। তবে শুধু হোয়াটসঅ্যাপ নয়, টেলিগ্রাম, সিগনাল, স্ন্যাপচ্যাট, শেয়ারচ্যাট, জিও চ্যাটের মতো অ্যাপের ক্ষেত্রেও মানতে হবে এই নির্দেশিকা।

Advertisement

প্রতীকী ছবি

আট থেকে আশি সকলেই আজকাল হোয়াটসঅ্যাপে সড়গড়। শুধু আড্ডা নয়, এখন যাবতীয় অফিসিয়াল কাজও হয় হোয়াটসঅ্যাপে। সেই সুযোগকেই কাজে লাগায় প্রতারকরা। সেই কথা মাথায় রেখে জালিয়াতি রুখতেই বড় পদক্ষেপ কেন্দ্রের। বর্তমানে হোয়াটসঅ্যাপ-সহ অধিকাংশ অ্যাপের ক্ষেত্রেই শুধুমাত্র প্রথমবার লগইন-এই ওটিপি ভেরিফিকেশন হয়। তারপর ওই সিম কার্ড ব্যবহার না করলেও কোনও সমস্যা হয় না। আর এতে জালিয়াতদের সুবিধা হয় বলেই দাবি। কারণ, অনেকেই নম্বর ব্যবহার করে অ্যাপ খুলে জালিয়াতির ফাঁদ পাতে। কিন্তু সিম কার্ডটি নষ্ট করে ফেলায় তাঁদের হদিশ পেতে নাজেহাল হতে হয় তদন্তকারীদের।

সেসব দিক মাথায় রেখেই কেন্দ্রের তরফে সাফ নির্দেশ, কোনও নম্বর ৯০ দিনের বেশি সময় বন্ধ থাকলে তা ব্যবহার করে হোয়াটসঅ্যাপ বা কোনও মেসেজিং অ্যাপ ব্যবহার করা যাবে না। অর্থাৎ ধরুন আপনি নিজের নম্বরে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কিন্তু কোনও কারণে নম্বরটি বন্ধ হয়ে গিয়েছে বরাবরের জন্য। সেক্ষেত্রে ৯০ দিনের বেশি পুরনো হোয়াটসঅ্যাপটি ব্যবহার করতে পারবেন না। ওয়েবভার্সন ব্যবহারেও বড় বদল এসেছে। এতদিন লগ ইনের পর নিজে থেকে লগ আউট না করা পর্যন্ত ওয়েবভার্সন ব্যবহার করা যেত। এবার প্রতি ৬ ঘণ্টায় হোয়াটসঅ্যাপের ওয়েবভার্সন নতুন করে লগ ইন করতে হবে। এতে জালিয়াতি রোখা সম্ভব হবে বলেই আশাবাদী কেন্দ্রের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনলাইন জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের।
  • এবার বন্ধ হওয়া নম্বরে আর দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ।
  • একইভাবে ওয়েবভার্সন ব্যাবহারের ক্ষেত্রেও আসছে গুরুত্বপূর্ণ বদল।
Advertisement