সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেটিংয়ে যাবেন? সঙ্গে যাবে কে? সঙ্গে আছে মেটা স্বয়ং, কোমর বেঁধেছে! ব্যাপারটা এরকমই। ফেসবুক ডেটিং রাতারাতি জনপ্রিয় হতে শুরু করেছে সারা বিশ্বেই। তবে ভারতীয়রা এখনও এই বিষয়ে তেমন কিছু জানতে পারেননি। কেননা তা এই দেশে এখানে লভ্য নয়। প্রশ্ন উঠছে, আদৌ কি ভারতে চালু হবে ফেসবুক ডেটিং? কেনই বা এখনও হল না?
এযাবৎ ৫২টি দেশে প্রায় ২ কোটি ১৫ লক্ষের বেশি ইউজার দৈনিক ফেসবুক ডেটিংয়ের দ্বারস্থ হন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল, ভারতের মতো বড় বাজার থাকা সত্ত্বেও এদেশে তা চালু হয়নি। অথচ টিন্ডার কিংবা হিঞ্জের মতো ডেটিং অ্যাপ এদেশে তুমুল জনপ্রিয়। তাহলে কেন ফেসবুক ডেটিং এদেশে মিলছে না, সেটাই প্রশ্ন।
কীভাবে কাজ করে এই ফেসবুক ডেটিং
জানা যাচ্ছে, মেটার দুই অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট। একটির নাম ডেটিং অ্যাসিস্ট্যান্ট, অন্যটি মিট কিউট। প্রথমটি সরাসরি আপনার পছন্দ অনুযায়ী ফেসবুক ঘেঁটে সম্ভাব্য প্রোফাইলগুলি খুঁজে দেবে। এক্ষেত্রে আপনি তাকে নির্দিষ্ট প্রম্পটও দিতে পারবেন। যেমন ‘ফাইন্ড মি আ সল্ট লেক গার্ল।’ সেই প্রম্পট মেনে এআই অ্যাসিস্ট্যান্ট খুঁজে দেবে পছন্দের নারী বা পুরুষ।
আরেকটি চ্যাটবট মিট কিউট। এই ফিচারের আবার অন্যরকম কাজ। অটোমেটিক্যালি আপনার প্রোফাইলের সঙ্গে মিল আছে এমন সঙ্গী/সঙ্গিনী খুঁজে দেবে এটি। স্রেফ নিজের ‘স্পেশ্যাল অ্যালগরিদম’ অনুসরণ করে। মেটা জানাচ্ছে, সোয়াইপ করার ক্লান্তি দূর করতে এই চ্যাটবটগুলি সাহায্য করবে। পাশাপাশি দেবে প্রথম ডেটিং টিপস এবং ডেটিং প্রোফাইল উন্নত করার পরামর্শ।
এখনও এদেশে ফেসবুক ডেটিং চালু না হওয়ার কারণ
- একটি হল ব্যক্তিগত গোপনীয়তা। এদেশে ডেটিং অ্যাপে দিব্যি নিজের পরিচয় গোপন রাখেন অনেকে। ফেসবুকে ব্যক্তিগত পরিচয় একটা ফ্যাক্টর সেক্ষেত্রে।
- দ্বিতীয়ত, এটা হতে পারে যে মেটা এখনও ফেসবুক ডেটিংকে পরীক্ষা নিরীক্ষার স্তরেই রেখেছে। মনে করা হচ্ছে, ভারতের মতো বিচিত্র, জটিল ও সংবেদনশীল জনবিন্যাসের কথা মাথায় রেখেই 'গো স্লো' নীতিতে এগোতে চাইছেন জুকারবার্গ। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার কবে এদেশে ফেসবুক ডেটিং চালু করা হয়।
