shono
Advertisement
Saina Chatterjee

ছোট পোশাক পরায় কটাক্ষের শিকার অভিষেককন্যা, পালটা জবাবে কী বললেন সাইনা?

পোশাক ও নাচ নিয়ে কটাক্ষের জবাব অভিষেককন্যা সাইনার।
Published By: Arani BhattacharyaPosted: 03:58 PM May 18, 2025Updated: 04:03 PM May 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা চট্টোপাধ্যায়। এই প্রজন্মের অভিনেত্রীদের তালিকায় ইতিমধ্যেই নাম লিখিয়েছেন তিনি। ছোটপর্দায় দর্শক তাঁর অভিনয় পছন্দও করেছেন খুব। তবে এসব কিছুর মধ্যেই হঠাৎই বেজায় চটলেন সাইনা। ব্যাপারটা কী? জানা যাচ্ছে, সদ্য জন্মদিন গিয়েছে তাঁর। চিরাচরিতভাবে মা ও কাছের মানুষদের সঙ্গে নিয়ে জন্মদিনের পার্টিতে মেতে উঠেছিলেন তিনি। সেই ভিডিও নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে শেয়ারও করেন সাইনা। আর তারপর থেকেই তাঁর পোশাক ও নাচ নিয়ে কটাক্ষ ধেয়ে এসেছে। এবার একটি ভিডিওতে এরই জবাব দিয়েছেন সাইনা।

Advertisement

ওই ভিডিওতে সাইনা বলেছেন, ''আমার জন্মদিনের ভিডিওতে আমি আপনাদের কিছু কমেন্ট দেখলাম। আমার পোশাক নিয়ে আপনাদের এত সমস্যা কীসের? আপনাদের কোনও অধিকার নেই আমার পোশাক নিয়ে কোনও মন্তব্য করার। আমি কী পরব সেটা একান্তই আমার সিদ্ধান্ত। আমার পোশাক কী হবে তা আপনারা কখনওই ঠিক করে দিতে পারেন না। আর তাছাড়া আপনাদের যতটা মনে হচ্ছে আমার পোশাক ঠিক ততটাও ছোট নয়। আর যদি তা হয়ও তাতে আপনাদের কী সমস্যা? কে কী পোশাক পরেছে তা নিয়ে খারাপ মন্তব্য করাটা মোটেও খুব ভালো ব্যাপার নয়। আপনাদের কোনও কিছু পছন্দ না হলে আপনারা এড়িয়ে চলুন।''

 

তবে শুধু যে তাঁর পোশাক অবধিই খারাপ মন্তব্য সীমাবদ্ধ ছিল এমনটা নয়। পার্টিতে সাইনার নাচের ভিডিও দেখেও অনেক খারাপ মন্তব্য ধেয়ে এসেছে। সেগুলি নিয়েও মুখ খুলেছেন সাইনা। তিনি বলেছেন ''অনেকে দেখলাম আমার নাচের ভিডিও দেখেও অনেক কিছু বলেছেন। আপনারা কেন আমার প্রোফাইলে এসে আমার নাচের ভিডিওগুলি দেখেন আর খারাপ মন্তব্য করেন? যাতে আমি সেগুলি দেখে মন খারাপ করি? কিন্তু এতে কোনও লাভ নেই। আমি আপনাদের কথায় নাচ থামাব না। বরং আপনারা এই মন্তব্যগুলো করা থেকে বিরত থাকুন।''

সাইনা চট্টোপাধ্যায়, ছবি :ইনস্টাগ্রাম

২০২২ সালের ২৪ মার্চ প্রয়াত হন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। রূপোলি পর্দার জনপ্রিয় নায়ক। বড় পর্দার পাশাপাশি কাজ করেছেন ছোট পর্দাতেও। বাবার দেখানো সেই পথেই হেঁটেছেন সাইনা। অভিনয় জগতে আসার পরই রীতিমতো নিজের জায়গা তৈরি করতে শুরু করেছেন নিজের চেষ্টায়। ছোটপর্দায় 'রূপা' চরিত্রে তাঁর হাতেখড়ি। ছোটবেলা থেকেই ছিল অভিনেত্রী হওয়ার ইচ্ছা। তবে শোনা যাচ্ছে, এই মুহূর্তে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় খানিক বিরতি নিয়েছেন অভিনেত্রী। দশম শ্রেণির ছাত্রী। তাই পড়াশোনার চাপ রয়েছেই। তবে সবকিছু সামলে নাকি খুব তাড়াতড়ি আবারও ছোটপর্দায় ফিরবেন সাইনা, এমনটাই খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা চট্টোপাধ্যায়।
  • তাঁর পোশাক ও নাচ নিয়ে কটাক্ষ ধেয়ে এসেছে।
  • এবার একটি ভিডিওতে এরই জবাব দিয়ছেন সাইনা।
Advertisement