সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কের নানা গুঞ্জন কানে আসে। কখনও তা সত্যি হয় তো কখনও তা হয় শুধুমাত্র গুঞ্জন। এবার ঠিক সেভাবেই নতুন জল্পনা আরও এক অভিনেতা-অভিনেত্রীকে ঘিরে।
শোনা যাচ্ছে অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় ও অভিনেতা ইন্দ্রাশিস আচার্য নাকি একে অপরের প্রেমে পড়েছেন। যদিও এর সত্য মিথ্যা জানা নেই। সবটাই গুঞ্জন। বলে রাখা ভালো, এর আগে অর্ণবের সঙ্গে মন দেওয়া নেওয়া হয়েছিল ঈপ্সিতার। তারপর আইনি বিয়েও করেছিলেন তাঁরা। কিন্তু এরপরই শোনা যায় তাঁদের দু'জনের বিচ্ছেদের খবর। সেই প্রসঙ্গে ঈপ্সিতা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, "আমাদের দু'জনের দৃষ্টিভঙ্গি আলাদা ছিল। আমাদের জীবনে চাহিদাটাও হয়তো আলাদা ছিল। অ্যাডজাস্টমেন্টটা তো দু'জনকেই করতে হয়। কেউ সবসময় বেশি অ্যাডজাস্ট করল আর কেউ কম সেটা হলে তো হবে না।" শুধু তাই নয় অর্ণবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ঈপ্সিতা জানিয়েছিলেন যে, তিনি নিজেকে এখন একটু সময় দিতে চান।
ইপ্সিতা ও ইন্দ্রাশিস, ছবি: ইনস্টাগ্রাম
অন্যদিকে ইন্দ্রাশিসও বিয়ে করেছিলেন সৌরভী তরফদারকে। ১০ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন তাঁরা। কিন্তু সেই বিয়ে টেকেনি দুই বছরের বেশি। 'আলো ছায়া' ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় অর্ণবের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ঈপ্সিতার। শুধু তাই নয় ইন্দ্রাশিসও ঈপ্সিতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন 'জল থই থই ভালোবাসা' ধারাবাহিকে। সেই ধারাবাহিকে ঈপ্সিতার ননদাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রাশিস। কিন্তু হঠাৎ এমন জল্পনা শুরু হল কেন ইন্দ্রাশিস ও ঈপ্সিতাকে নিয়ে? জানা যাচ্ছে, সম্প্রতি অভিনেতার জন্মদিনে একটি পোস্ট করে ঈপ্সিতা শুভেচ্ছা জানিয়েছিলেন। আর সেখান থেকেই শুরু হয়েছে জলঘোলা। তবে সংবাদমাধ্যমকে এপ্রসঙ্গে ঈপ্সিতা জানিয়েছেন, তাঁদের মধ্যে এরকম কিছুই নেই। দু'টো মানুষ একে অপরকে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করলেই তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় না। তাই এই আলোচনাগুলো না হওয়াই ভালো।
