সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বিগ ফ্রাইডে নিউজ' এল রূপসা-সায়নদীপের তরফে। দুই থেকে তিন হলেন তাঁরা। শুক্রবার সোশাল মিডিয়ায় আদুরে ছবি শেয়ার করেই অনুরাগীদের সঙ্গে সংসারে নতুন সদস্য আসার সুখবর ভাগ করে নিলেন তাঁরা। বিয়ের মাস ঘুরতেই মা হওয়ার খবর দিয়েছিলেন রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)। আর নতুন সংসার বাঁধার মাস তিনেকের মাথাতেই মা হলেন অভিনেত্রী।
রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপের শেয়ার করা মনোক্রম ছবিতে দেখা গেল মায়ের আঙুল ধরে রয়েছে একরত্তি। আর ক্যাপশনে লেখা- "বিলম্বিত সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং সেইসঙ্গে নিজেকেও বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা।" পোস্ট থেকেই বোঝা গেল যে সাধারণতন্ত্র দিবসেই রূপসা-সায়নদীপের সংসার আলো করে জন্ম নিয়েছে তাঁদের সন্তান। তবে পুত্রসন্তান এল না কন্যাসন্তান? সেটা অবশ্য পোস্টে উল্লেখ করেননি তাঁরা। কারণ দিন কয়েক আগেই সাক্ষভক্ষণের অনুষ্ঠানে 'ছেলে না মেয়ে হবে' পারিবারিক সদস্যদের নিয়ে ভোট চ্য়ালেঞ্জ করে কটাক্ষের শিকার হতে হয়েছিল দম্পতিকে। সেই কারণেই সম্ভবত সন্তানের লিঙ্গ প্রকাশ্যে আনেনি রূপসা-সায়নদীপ। তবে সায়নদীপের পোস্টের ক্যাপশনে উল্লেখ করা জুনিয়র শব্দটি দেখেই একাংসের অনুমান, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন রূপসা চট্টোপাধ্যায়। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নতুন মা-বাবা।
গতবছর শারদোৎসবের মরশুমে মনের মানুষ সায়নদীপ সরকারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)। তার পর বিয়ের মাস ঘুরতেই মা হওয়ার খবর দেন। বিয়ের পর থেকেই অভিনেত্রী যে চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছিলেন, সেটা তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই বোঝা যেত। কখনও স্বামীর সঙ্গে খুনসুঁটি আবার কখনও বা বন্ধুবান্ধবদের সঙ্গে মজার ভিডিও শেয়ার করতেন তিনি। অবশেষে অপেক্ষার অবসান। সন্তানকে স্বাগত জানালেন রূপসা-সায়নদীপ। গত শিশুদিবসে সকলকে চমকে দিয়ে রূপসা-সায়নদীপ জানিয়েছিলেন তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন। এবার সাধারণতন্ত্র দিবসের দিন পাঁচেক বাদে মা-বাবা হওয়ার সুখবর দিলেন।