সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ম্যাটারনিটি ফটোশুটে প্রশংসা কুড়িয়েছেন রূপসা চট্টোপাধ্যায়। হবু বাবা-মায়ের দুষ্টু-মিষ্টি খুনসুঁটির ছবি মন জুড়িয়েছিল অনুরাগীদের। তবে এবার সাধের দিন 'কন্যাসন্তান না পুত্রসন্তান চাই'- মজাচ্ছলে ভোট চ্যালেঞ্জ করে কটাক্ষের শিকার হতে হল অভিনেত্রীকে।
গতবছর শারদোৎসবের মরশুমে মনের মানুষ সায়নদীপ সরকারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)। তার পর বিয়ের মাস ঘুরতেই মা হওয়ার খবর দেন। বর্তমানে তিনি যে চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন, সেটা তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই বোঝা যায়। কখনও স্বামীর সঙ্গে খুনসুঁটি আবার কখনও বা বন্ধুবান্ধবদের সঙ্গে মজার ভিডিও শেয়ার করেন তিনি। তবে তাঁর সাধের দিনের ভিডিও নেটপাড়ার একাংশ মোটেই ভালো চোখে নেয়নি। সেই ভিডিওর বিষয়বস্তু ছিল, রূপসার কোলে পুত্র না কন্যাসন্তান আসবে? পরিবারের সদস্যদের ভোট দিতে বলা হয়েছিল। যেখানে সিংহভাগ পুত্রসন্তানের পক্ষেই ভোট দিয়েছেন। পুত্রের জন্য ভোট পড়ে এগারোটি। আর কন্যার জন্য মোটে পাঁচটি। আর সেটা দেখেই নেটদুনিয়ার একাংশ নিন্দে করেছেন। কারও মন্তব্য, 'আজও এরকম মানসিকতার লোকজন রয়েছে!' আবার কেউ লিখলেন, 'যে-ই আসুক না কেন, সে যেন সুস্থ থাকে, সেটাই তো কাম্য।' আবার কেউ হবু মা-বাবার 'আক্কেল' নিয়েও প্রশ্ন তুলেছেন! তবে একাংশ আবার নিন্দের কিছু দেখছেন না এই বিষয়ে। তাঁদের বেশ মজারই লেগেছে বিষয়টি।
গত শিশুদিবসে সকলকে চমকে দিয়ে রূপসা-সায়নদীপ জানিয়েছিলেন তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন। সন্তান আসার সুখবর জানিয়ে দম্পতি বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, কেকের উপর লেখা- 'হবু মা-বাবা।' আবার কোনও ছবিতে বন্ধুবান্ধবদের সঙ্গে হুল্লোড়ের মাঝে গোলাপি রঙের ছোট্ট মিষ্টি জুতো রূপসার হাতে। বন্ধুরাই রূপসা-সায়নদীপকে এমন সারপ্রাইজ উপহার দিয়েছেন সম্ভবত। আরেকটি ছবিতে দেখা গেল, ট্রে-র উপর একদিকে রাখা নীল রঙের ছোট্ট কাপড়, আরেকদিকে গোলাপি রঙের ছোট্ট জুতো। দম্পতিকে দেখা গিয়েছিল, গোলাপি জুতো হাতে। রূপসা-সায়নদীপ যে কন্যাসন্তান চাইছেন, সেই ইঙ্গিতই দিয়েছিলেন তাঁরা। তবে এবার সাধের দিন সায়নদীপ পুত্রসন্তান কামনা করলেন। পরিবারের সিংহভাগ সদস্যই পুত্রসন্তান শিবিরে নাম লেখালেন, আর সেই ভিডিও দেখেই নেটপাড়ার একাংশের মনোক্ষুণ্ণ হয়েছে।