সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই থেকে তিন হবেন কিছুদিনের মধ্যেই অহনা দত্ত ও দীপঙ্কর দে। প্রথম সন্তানকে স্বাগত জানানোর জন্য তৈরি তাঁরা। হবু মা-বাবার এই সময়ের বিভিন্ন ক্যামেরাবন্দি মুহূর্ত দেখছেন নেটিজেনরা। কয়েকদিন আগেই বাড়ির সবাইকে পাস্তা বানিয়ে খাইয়েছিলেন অহনা। সেই ভিডিও নিজের সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন ছোটপর্দার 'মিশকা'।
আর এবার স্বামী দীপঙ্কর দে তাঁকে বানিয়ে খাওয়ালেন বিরিয়ানি। এই সময় তাঁর খিদে এবং খাবারের প্রতি ভালোবাসা অন্যান্য সময়ের থেকে অনেকটা আলাদা। তাই বউয়ের সমস্ত আবদার পালন করার চেষ্টা করছেন দীপঙ্কর। জ্বরের মধ্যেও নিজের হবু সন্তানের মায়ের জন্য জমিয়ে রাঁধলেন বিরিয়ানি।
সেই ভিডিওতেই অহনা জানান যে দীপঙ্কর বেশ দুর্বল। সবে জ্বর থেকে উঠেছেন। তবে তার মধ্যেও হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। রাঁধছেন দীপঙ্কর আর তাই হাতের কাছে সবকিছু এগিয়ে দিচ্ছেন অহনা। আর সেই বিরিয়ানি বানাতে বানাতেই চলছে দু'জনের রসিকতা। তার মধ্যেই বিরিয়ানি রান্না কদ্দুর এগোলো তা জানতে চাইছেন অহনা। পরের ভিডিওতে সেই বিরিয়ানি আর তা যিনি রান্না করেছেন অর্থাৎ দীপঙ্করকে দেখান অহনা। বলেন 'এটা আর্ট আর ইনি আর্টিস্ট'। চলতি বছরে সমুদ্রে বেবিমুনে গিয়ে সুখবর দেন অহনা ও দীপঙ্কর। জীবনের সমস্ত খারাপ লাগাকে একপাশে সরিয়ে রেখে আপাতত মাতৃত্বের এই জার্নি উপভোগ করছেন অহনা।
