shono
Advertisement
Anindita Raychaudhury

বাড়িতে আড়াই মাসের মেয়ে, মাতৃত্ব সামলে কীভাবে 'চিরসখা'র শুটিং করছেন অনিন্দিতা?

মাতৃত্বের কারণে কিছু সময়ের জন্য কাজ থেকে বিরতি নিয়েছিলেন অনিন্দিতা।
Published By: Arani BhattacharyaPosted: 09:27 PM May 27, 2025Updated: 11:51 AM May 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের বয়স এখনও তিন মাস পূর্ণ হয়নি। তবে তার মধ্যেই শুটিং ফ্লোরে ফিরেছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। প্রথমে ১৩ মে থেকে 'তেঁতুলপাতা' ধারাবাহিকে কাজ শুরু করেছিলেন অভিনেত্রী । এবার স্টার জলসার 'চিরসখা' ধারাবাহিকে বর্ষার মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীকে। এতদিন সেই চরিত্রে অভিনয় করছিলেন অপর্ণা ভট্টাচার্য। একরত্তি মেয়েকে বাড়িতে রেখে এসে কীভাবে কাজ সারছেন অভিনেত্রী?

Advertisement

এ প্রসঙ্গে অনিন্দিতা সংবাদমাধ্যমকে জানিয়ছেন, "মেয়ে আমার ভীষণ লক্ষ্মী। ওর সহযোগিতা ছাড়া কখনওই আমি কাজে ফিরতে পারতাম না। তবে বাড়িতে আমার মা ও আমার শাশুড়িমা সবটা দেখাশোনা করছেন। সঙ্গে সারাক্ষণের দেখাশোনা করার সহকারীও রয়েছেন। আর তাছাড়া আমিও সমস্ত কিছু সামলেই বাড়ি থেকে বেরোই। তাই অসুবিধা হয় না। তাছাড়া আমি ওর ফিডিংয়ের ব্যবস্থাও করে আসি। প্রয়োজন পড়লে শুটিং ফ্লোর থেকে ফিডিংয়ের জন্য পাম্প করে পাঠিয়ে দিই। সবটাই করেছি চিকিৎসকের পরামর্শে। সঙ্গে প্রযোজনা সংস্থা ও চ্যানেল সবাই খুব সহযোগিতা করেছে।" 

 

 

মাতৃত্বের কারণে কিছু সময়ের জন্য কাজ থেকে বিরতি নিয়েছিলেন অনিন্দিতা। সুদীপের সঙ্গে তাঁর সুখী গৃহকোণ। নতুন সদস্য কোলে আসার পর তাতে যোগ হয়েছে আরও অনেকটা আনন্দ। আগামী ৩ জুন মেয়ের ৩মাস পূর্ণ হবে। তার আগেই সকলের সহযোগিতা ও ভালোবাসা সঙ্গে নিয়ে নতুন কাজ শুরু করছেন অভিনেত্রী নিন্দিতা রায়চৌধুরী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেয়ের বয়স এখনও তিন মাস পূর্ণ হয়নি। তবে তার মধ্যেই শুটিং ফ্লোরে ফিরেছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী।
  • প্রথমে ১৩ মে থেকে 'তেঁতুলপাতা' ধারাবাহিকে কাজ শুরু করেছিলেন অভিনেত্রী ।
  • এবার স্টার জলসার 'চিরসখা ধারাবাহিকে বর্ষার মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী অনিন্দিতা।
Advertisement