আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টেলিপর্দার 'বাহামণি' তথা অভিনেত্রী রণিতা দাস। শুটিং করতে করতেই নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরেই তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় শহরের এক বেসরকারি হাসপাতালে। এখন কেমন আছেন অভিনেত্রী?
রণিতার স্বাস্থ্য নিয়ে এদিন সংবাদ প্রতিদিন ডিজিটালকে অভিনেত্রীর অসুস্থতার খবর নিশ্চিত করেছেন অভিনেতা-পরিচালকবন্ধু সৌপ্তিক চক্রবর্তী। জানা গিয়েছে, এদিন অসুস্থতার পর রুটিন চেকআপের জন্যই নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন রণিতা। বর্তমানে তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়েছে। দুশ্চিন্তা করার মতো পরিস্থিতি নয়। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার অভিনেত্রীকে ছেড়ে দেওয়া হতে পারেও বলেই খবর। তবে তার আগে অভিনেত্রীর বেশকিছু স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে।
এই মুহূর্তে 'ও মোর দরদিয়া' ধারাবাহিকে দেখা যাচ্ছে রণিতাকে (Ranieeta Dash)। সেই শুটিং ফ্লোরেই নাকি আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। টিআরপি তালিকায় বেশ ভালো স্থানে রয়েছে রণিতার ধারাবাহিক। অন্যদিকে রণিতার এই অসুস্থতায় তিনি কতদিন শুটিং করতে পারবেন না বা কবে নাগাদ আবার শুটিং ফ্লোরে ফিরবেন, তা এখনও জানা যায়নি। তাঁর এই অসুস্থতায় চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালেও।
তবে বলে রাখা জরুরি, যেহেতু এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন রনিতা, তাই তাঁকে বাদ দিয়ে ধারাবাহিকের শুটিং চালিয়ে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব। তাই পুরনো ছন্দে তিনি কবে শুটিং ফ্লোরে ফিরবেন সেদিকেই তাকিয়ে সকলে। রণিতার দ্রুত আরোগ্য কামনা করছেন সহকর্মীরা।
