shono
Advertisement
Neel Trina

কাজের সূত্রে দুই শহরে নীল-তৃণা, আরও জোরাল বিচ্ছেদ-জল্পনা!

দুই শহরে এখন নীল- তৃণা। তাহলে কী ফের সম্পর্কে দূরত্ব?
Published By: Arani BhattacharyaPosted: 09:39 PM May 20, 2025Updated: 09:39 PM May 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা টেলিভিশন দুনিয়ার অন্যতম জুটি নীল-তৃণা। চার বছর আগে সংসার পেতেছেন তাঁরা দুজনে। তাঁদের সোশাল মিডিয়া হ্যান্ডেলও তাঁদের জীবনের মতোই ভীষণ হ্যাপেনিং। যদিও হালফিলে দুই টেলি তারকার সম্পর্ক ও বিবাহবিচ্ছেদ নিয়ে ঘুরেফিরে এসেছে একাধিক জল্পনা। সেই জল্পনাই নতুন করে দানা বাঁধল ফের। কাজের সূত্রে দুই শহরে এখন 'ত্রিনীল' জুটি। তাই ফের কানাঘুষো শোনা যাচ্ছে তাঁদের সম্পর্কের দূরত্বের বিষয়ে।

Advertisement

এই মুহূর্তে তৃণা ব্যস্ত স্টার জলসার 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিক নিয়ে। ইতিমধ্যেই টিআরপি লিস্টে জায়গা করে নিয়েছে সেই ধারাবাহিক। অন্যদিকে মে মাসের শুরুতেই মুম্বই পাড়ি দিয়েছেন অভিনেতা নীল ভট্টাচার্য। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে মুম্বই যাত্রা নিয়ে ফলাও করে পোস্টও দেন অভিনেতা। বিমানবন্দরে তোলা তাঁর ছবি, ভিডিয়োও শেয়ার করেন। সেই সময়ই আন্দাজ করা গিয়েছিল, নতুন এক জার্নি শুরু হতে চলেছে নীলের। এর আগে বাংলা টেলিভিশনে একের পর এক হিট ধারাবাহিক দর্শককে উপহার দিয়েছেন নীল। তাঁকে শেষ দেখা গিয়েছিল 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে। 

আর নীলের এই মুম্বই যাত্রার পরই বাড়ছে গুঞ্জন। তাহলে কি দু'জন পাকাপাকি ভাবে দুই আলাদা শহরেই থাকবেন? সম্পর্কে কি যতিচিহ্ন টানবেন তাঁরা? বলাই বাহুল্য, এই ধরনের গুঞ্জন নিয়ে দম্পতি এখনও কোনও প্রতিক্রিয়াই জানাননি। আপাতত পুরোটাই টলিপাড়ার গুঞ্জনমাত্র হয়ে রয়েছে।

এদিকে মুম্বইতে নিজের কাজ নিয়ে নীল এখনও কিছু জানাননি। জানা যাচ্ছে, মুম্বইয়ে নতুন কাজের জন্যও নিজেকে নাকি নতুনভাবে ভাঙছেন নীল। নাচ শেখা থেকে অভিনয়ের ওয়ার্কশপ- বহু কিছুই করছেন তিনি। তবে নীলের এই মুম্বই যাত্রা নতুন কিছু নয়। এর আগে ক্রুশল আহুজা, অদ্রিজা রায়, অঙ্কিতা চক্রবর্তী, ঋষি কৌশিক, দেবচন্দ্রিমা সিংহরায় প্রমুখ সেই তালিকায় নাম লিখিয়েছেন। এবার সেই তালিকাতেই নাম লেখাবেন হয়তো নীলও। এখন দেখার অভিনেতা কবে তাঁর নতুন কাজ নিয়ে আপডেট দেন। একইসঙ্গে এও দেখার, কাজ এবং সংসার এই দুইয়ের মধ্যেও কীভাবে ব্যালেন্স করতে পারে 'ত্রিনীল' জুটি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলা টেলিভিশন দুনিয়ার অন্যতম জুটি নীল- তৃণা।
  • কাজের সূত্রে দুই শহরে এখন 'ত্রিনীল' জুটি।
  • তাই ফের কানাঘুষো শোনা যাচ্ছে তাঁদের সম্পর্কে দূরত্বের বিষয়ে।
Advertisement