সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে বাংলা ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ যেন লটারির মতোই হয়েছে। কোনও ধারাবাহিকের শুটিং শুরুর একমাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে তো কখনও আবার তা চলছে টেনেটুনে মাস ছয়। আবার বরাতজোরে সর্বোপরি কনটেন্ট দর্শকের মনপসন্দ হলে তা আবার চলছে লিড স্লটে বছরের পর বছর। এটাই যেন এখন টেলিদুনিয়ার চেনা ছবিতে পরিণত হয়েছে। একইসঙ্গে রয়েছে টিআরপি লিস্টের রেটিং। যা আরও বেশি করে প্রভাব ফেলে একটা ধারাবাহিকের ভাগ্যের উপর। তাই এখন কোনও একটি ধারাবাহিক শুরু হলে কখন যে তার পরিণতি বিশ বাঁও জলে গিয়ে দাঁড়াবে, তার ঠিক নেই।
ঠিক সেভাবেই কিন্তু বাংলা টেলিভিশন দুনিয়ার তিন ধারাবাহিকের ভাগ্যে তালা পড়েছে। পুরনো নয়, নতুন ধারাবাহিকেরই এই অবস্থা। ঠিক কী ঘটেছে? কেনই বা এমন হল? জানা যাচ্ছে, এই মুহূর্তে জি বাংলার 'দাদামণি', কুসুম', ও স্টার জলসার 'রাণী ভবানী'র শুটিং নাকি এই মুহূর্তে বন্ধ রয়েছে। জানা যাচ্ছে, তার জায়গায় পুরনো মেগার পর্বগুলিই সম্প্রচার করা হবে। কেন এমন পরিস্থিতি? এক্ষেত্রেও জানা যাচ্ছে যে, দীর্ঘ সময় ধরে নাকি বেতন বৃদ্ধি হয়নি টেকনিশিয়ানদের। আর সে কারণেই শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেতন বৃদ্ধির আশ্বাস পেলে পুনরায় শুরু হবে ধারাবাহিকগুলির শুটিং।
এই তিন ধারাবাহিকের মধ্যে ইতিমধ্যেই 'কুসুম' এর স্লট ঘোষণা করা হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এখন ধারাবাহিকের সম্প্রচার ঠিক সময় না হলে মুশকিল হবে। অন্যদিকে 'দাদামণি' ও 'রাণী ভবানী'র প্রোমো সম্প্রচার হয়ে গেলেও স্লট ঘোষণা করা হয়নি। 'দাদামণি' ধারাবাহিকের হত ধরে এবার জি বাংলায় কাজ শুরু করছেন প্রতীক সেন। অন্যদিকে 'রাণী ভবানী' ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় অভিষেক ঘটছে রাজনন্দিনী পালের। এখন অপেক্ষা ভাগ্যের তালা আদৌ খোলে কিনা এই তিন ধারাবাহিকের, তারই।
