সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে বাংলা টেলিভিশনে নন ফিকশন শোয়ের রমরমা। বিভিন্ন চ্যানেলে দর্শকের জন্য আসে বিভিন্ন স্বাদের নিত্য নতুন রিয়ালিটি শো। ঠিক তেমনই কয়েক মাস আগে সান বাংলায় শুরু হয়েছিল নতুন শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। মূলত মহিলাদের নিয়ে এই শো'য়ের জনপ্রিয়তা এখন বাংলার ঘরে ঘরে। প্রথম সিজনের সাফল্যের পর শুরু হয়েছে সিজন ২। দেখতে দেখতে এসে গেলো সিজন ২-এর এই মাসের ফিনালে। আর সেই ফিনালেতেই উপস্থিত থাকবেন কৌশানী মুখোপাধ্যায়। ফিনালেতে এসে স্বাভাবিকভাবে খুশি অভিনেত্রী।
কৌশানী বলেন, "এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। শো'য়ের লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি। আর শো-টা বেশ মজার। সবাই খেলতে পারবেন,কঠিন নয় একেবারেই। এত মা লক্ষ্মীদের পেয়ে আমার সত্যিই লক্ষ্মীলাভ হল। সুদীপ্তাদি পুরো জমিয়ে রেখেছে শো-টিকে। সুদীপ্তাদি আমার গুরু, এই শো-তে এসে অনেকদিন পর সুদীপ্তাদির সঙ্গে দেখা হল। সব মিলিয়ে খুব ভালো লাগছে"।
আগের সিজনের মতো এই সিজন ২-এর এই মাসের ফিনালে হাসি-খেলায়-মজায় ভরপুর। ফিনালের বিজয়িনী পাবেন ২ লক্ষ টাকা। সঙ্গে থাকছে লক্ষ্মীদের জীবন সংগ্রামের গল্প। সেইসব গল্প শুনবেন কৌশানী। শনিবার, ৩১ মে সন্ধ্যে ৬ টায় সান বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব। পশ্চিমবঙ্গের যে কোনও প্রান্ত থেকে যে কোনও মহিলাই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন। তবে নির্বাচন হবে অডিশনের মাধ্যমে।
প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকছে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকছে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। প্রতি পর্বেই তিনজন মহিলা প্রতিযোগী থাকেন। তবে হ্যাঁ সব খেলার মতো এই খেলাতেও হার জিত থাকে বটে কিন্তু অংশগ্রহণকারীদের কাউকেই ফিরতে হয় না খালি হাতে। এই গোটা শো-টি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আগের সিজনের মতোই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। বিশেষ বিশেষ কিছু পর্বে খেলতে আসেন তারকারা। গল্প,আড্ডায় জমে ওঠে তারকাদের নিয়ে বিশেষ পর্ব। দর্শকের বিপুল চাহিদার জন্য এবারের সিজন ২ চলবে সাত মাস।
