সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিভিশনের পর্দায় একসময় জুটিতে দেখা গিয়েছিল রাহুল মজুমদার ও দীপান্বিতা রক্ষিতকে। তাঁদের জুটি বেশ পছন্দ হয়েছিল দর্শকের। সেইসময় পর্দায় রাহুলকে রকমারি পদের খাবার বাড়িতে ডেলিভারি দিতে আসত দীপান্বিতা অভিনীত চরিত্র। রোদ, ঝড়, জল উপেক্ষা করে চলত সেই দায়িত্বপালন। মানসিকভাবে খানিক বিস্মৃত রাহুল কেমন যেন পর্দায় তাঁর উপর ভরসা করতে শুরু করে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন ধারাবাহিকে কথা বলছি? হ্যাঁ ঠিকই ধরেছেন। কথা হচ্ছে 'খুকুমণি হোম ডেলিভারি'র। সেই সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই ধারাবাহিক।
এতকিছু বলার একটাই কারণ, সেই পছন্দের জুটি ফের আসছে টেলিভিশনের পর্দায়। তবে কি আবার নতুন জুটি পেতে চলেছেন টেলিভিশনের দর্শক? না, আপাতত জুটি হিসাবে তাঁদের দেখা যাবে না। বরং তাঁদের দেখা যাবে একসঙ্গে রিয়ালিটি শোয়ের মঞ্চে। একসঙ্গে তাঁরা সঞ্চালনা করবেন সান বাংলার মিউজিক্যাল শো 'প্রাণের উৎসব'-এ।
তবে সঞ্চালনা করলেও তাঁদের মধ্যে নাকি দারুণ রসায়ন তৈরি হবে এমনটাই গুঞ্জন। এই মিউজিক্যাল শো-এ বিশেষ অতিথি হিসাবে থাকবেন আকৃতি কক্কর, ঊষা উত্থুপ, পৌষালী বন্দ্যোপাধ্যায়, সমিধ মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা। থাকছে এক ঝাঁক তারকার পারফরম্যান্স। সান বাংলা পরিবারের মেয়ে 'পুতুল টিটিপি'-র পুতুলের (খেয়ালী) ধামাকাদার নাচের একটি পারফরম্যান্সও থাকবে। এছাড়া সৃজিলা গুহ, স্বীকৃতি মজুমদার এবং আরও অনেকের মন মাতানো অনুষ্ঠান। নাচে-গানে জমজমাট এই 'প্রাণের উৎসব'-এ দেখা যাবে সান বাংলায় ৩১ মে, দুপুর ১টায় এবং সন্ধে ৭টায়।
