shono
Advertisement
Amitabh Bachchan Salman Khan

'কৌন বনেগা ক্রোড়পতি'র সঞ্চালনায় বড় রদবদল, শাহেনশার বদলে কী এবার ভাইজান?

জনপ্রিয় রিয়ালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি' এর সঞ্চালনায় বড় রদবদল!
Published By: Arani BhattacharyaPosted: 08:35 PM May 22, 2025Updated: 08:35 PM May 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কি জনপ্রিয় রিয়ালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র সঞ্চালনায় বড় রদবদল ঘটতে চলেছে? এবার নাকি অমিতাভ বচ্চনের বদলে এই শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সলমন খানকে! কান পাতলে বলিউডের অন্দরে এমনই ফিসফাস শোনা যাচ্ছে। যদিও এই খবরে এখনও সিলমোহর দেননি কেউই।

Advertisement

তবে খবর চাউর হতেই নাকি বেজায় খুশি সলমনের অনুরাগীরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে 'বিগ বস'-এ সঞ্চালনার দায়িত্ব সামলে যাচ্ছেন সলমন। তবে এই খবরে ভাইজানের অনুরাগীদের একাংশ চান তিনি যেন 'বিগ বস' ছেড়ে অবশ্যই 'কেবিসি'তে সঞ্চালকের ভূমিকায় আসেন। 

২০০০ সালে শুরু হয়েছিল জনপ্রিয় রিয়ালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি'। প্রথম সিজন থেকেই সঞ্চালনা করে আসছেন অমিতাভ বচ্চন। যদিও মাঝে একটি সিজনে তাঁর বদলে সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। তবে সেই সিজন সেভাবে না জমায় পরবর্তী মরশুম থেকে ফের স্বমহিমায় সঞ্চালকের ভূমিকায় ফেরেন শাহেনশা। তারপর থেকে টানা এতগুলি সিজনে তাঁকেই দেখে আসছে দর্শক। অনেকেই তাঁকে ছাড়া 'কৌন বনেগা ক্রোড়পতি'র শো ভাবতে পারেন না। তবে গুঞ্জন যদি সত্যি হয় এবং এই রদবদল ঘটে, তবে ছোটপর্দার আরও এক জনপ্রিয় শোয়ের দায়িত্ব পাবেন ভাইজান। তবে বিগ বি-র অনুপস্থিতিতে এই রিয়ালিটি শো কতটা গ্রহণযোগ্য হবে, দর্শক মহলের প্রতিক্রিয়া কী হবে, সেটাই এখন লাখ টাকার সওয়াল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বার নাকি অমিতাভ বচ্চনের বদলে এই শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সলমন খানকে এমনই গুঞ্জন।
  • কান পাতলে বলিউডের অন্দরে এমনই ফিসফাস শোনা যাচ্ছে।
  • যদিও এই খবরে এখনও সিলমোহর দেননি উভয়ের কেউই।
Advertisement