shono
Advertisement
Smriti Irani

কিঁউ কি...' ধারাবাহিকে ফের চমক দিতে তৈরি স্মৃতি ইরানি, পর্ব প্রতি পারিশ্রমিক কত লক্ষ জানেন?

২৫ বছর পর ফের পর্দায় ফিরছে 'কিঁউ কি সাস ভি কভি বহু থি' ধারাবাহিক।
Published By: Arani BhattacharyaPosted: 05:45 PM Jun 04, 2025Updated: 05:45 PM Jun 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিভিশনের পর্দায় ফিরছে সেই ম্যাগনাম ওপাস 'কিঁউ কি সাস ভি কভি বহু থি'। আর তার সঙ্গে সঙ্গেই ফিরছে স্মৃতি ইরানি। যদিও অভিনয় থেকে বহুদিন দূরে তিনি। রাজনীতির রঙ্গমঞ্চেই তাঁকে এখন দেখা যায়। এই ধারাবাহিকের সিজন ২ সম্প্রচারের খবরে বেজায় খুশি তাঁর অনুরাগীরা। তবে শুধুই তুলসী নয়, তার পাশাপাশি ফিরছে মিহির চরিত্রটিও। ওই সময়ে এই জুটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ফের সিক্যুয়েলে তাঁদের পেতে চলেছে দর্শক।

Advertisement

কিন্তু এই ধারাবাহিকে কাজ করার জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন স্মৃতি? তাঁর এই ধারাবাহিকের সিক্যুয়েলে ফেরার সঙ্গে তাঁর পারিশ্রমিক নিয়েও শুরু হয়েছে অনেক জল্পনা। কানাঘুষো শোনা যাচ্ছে এই ধারাবাহিকে অভিনয় করার জন্য দিন প্রতি নাকি স্মৃতির পারিশ্রমিক হতে চলেছে ১৪ লক্ষ টাকা। আর তাতেই নেটপাড়ায় শুরু হয়েছে জল্পনা। যদিও এই বিষয়ে এখনও স্মৃতি ইরানি বা প্রযোজনা সংস্থার তরফে কিছু জানানো হয়নি।

মিহির ও তুলসী, ছবি: সোশাল মিডিয়া

২০০০ সালে যখন এই ধারাবাহিকের কাজ শুরু হয় সেইসময় অভিনেত্রী স্মৃতি ইরানির পারিশ্রমিক ছিল প্রতি পর্ব পিছু ৮০০০ টাকা। কিন্তু ধীরে ধীরে এই ধারাবাহিক প্রবল জনপ্রিয়তা পায়। একইসঙ্গে তুলসী চরিত্রের জনপ্রিয়তাও বাড়ে। আর তারপরই ৮০০০ টাকা থেকে বেড়ে হয় তাঁর পারিশ্রমিক হয় ৫০,০০০ টাকা।

২৫ বছর পর ফের পর্দায় ফিরছে 'কিঁউ কি সাস ভি কভি বহু থি' ধারাবাহিক। আর তার সঙ্গে অভিনয়ে ফিরছেন স্মৃতি নিজেও। শোনা যাচ্ছে, 'কিঁউকি সাস ভি কভি বহু থি' সিজন ২-এর পোস্টার শুট হয়ে গিয়েছে। খুব শিগগিরি হতে পারে ধারাবাহিকের প্রোমো শুট। তারপর ৩ জুলাই থেকেই নাকি স্টার প্লাসে রাত ১০টা ৩০-এর স্লটে নাকি দেখানো হবে এই ধারাবাহিক। চরিত্রের পাশাপাশি ধারাবাহিকের টাইম স্লট এমনকী দিনটাও একই রাখা হয়েছে।

এই ধারাবাহিকের শুটিং ফ্লোরে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে স্মৃতি ইরানির সুরক্ষার দিকে। জেড প্লাস সুরক্ষা বলয়ে থাকবেন তিনি। শুধু তাই নয় ফ্লোরে নাকি ফোন ব্যবহার করতে পারবে না কেউ। স্মৃতি ও একতা ছাড়া ট্যাপ করা হবে ইউনিটের সকলের ফোন। ২০০০ সালে শুরু হয়ে একতা কাপুরের এই ধারাবাহিক চলেছিল দীর্ঘ আট বছর। ২০০৮ সালে শেষ সম্প্রচার হয় এই ধারাবাহিকের। যা মাত্র ১৫০টি পর্বের জন্য ২০০০ পর্বের মাইলফলক ছুঁতে পারেনি। শোনা যাচ্ছে 'কিঁউ কি সাস ভি কভি বহু থি' সিজন ২-তে নাকি সেই ১৫০টি পর্বই থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টেলিভিশনের পর্দায় ফিরছে সেই ম্যাগনাম ওপাস 'কিঁউ কি সাস ভি কভি বহু থি'। আর তার সঙ্গে সঙ্গেই ফিরছে স্মৃতি ইরানি।
  • শুধুই তুলসী নয় তার পাশাপাশি ফিরছে মিহির চরিত্রটিও। ওই সময়ে এই জুটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ফের সিক্যুয়েলে তাঁদের পেতে চলেছে দর্শক।
  • এই ধারাবাহিকের শুটিং ফ্লোরে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে স্মৃতি ইরানির সুরক্ষার দিকে।
Advertisement