shono
Advertisement
Mithijhora Serial

শেষ হচ্ছে 'মিঠিঝোরা'? এবার কোপ রাইপূর্ণা-অনির্বাণের কাহিনিতে!

রাইপূর্ণা, অনির্বাণের প্রেমকাহিনিতে ছন্দপতন!শীঘ্রই শেষ হতে চলেছে 'মিঠিঝোরা' ধারাবাহিক।
Published By: Utsha HazraPosted: 12:16 PM Mar 04, 2025Updated: 12:24 PM Mar 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ধারাবাহিক শেষ হওয়ার ধুম। বর্তমানে কোনও কাহিনি শেষ হয়ে যাচ্ছে ৩ মাসে বা কারও মেয়াদ ৮ মাসের। তারই মাঝে ছক্কা হাঁকিয়েছে 'মিঠিঝোরা'। ২০২৩ সালের নভেম্বর মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিক। প্রায় দু'বছর হতে চলল রাইপূর্ণা আর অনির্বাণের কাহিনিতে মজেছে দর্শক। তবে স্টুডিওপাড়ার আনাচে কানাচে অন্য গুঞ্জন।

Advertisement

শীঘ্রই নাকি বন্ধ হতে চলেছে 'মিঠিঝোরা' সিরিয়াল। সদ্যই দর্শক দেখেছে রাই আর অনির্বাণের মাখো মাখো প্রেমের দৃশ্য। তবে কি এই ভালোবাসার মোড়কেই শেষ হবে কাহিনি? সে কথা অবশ্য নিশ্চিত করে বলা যাচ্ছে না । কারণ এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে চূড়ান্ত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, এই মুহূর্তে টলিপাড়ায় সিরিয়াল বন্ধ হওয়ার হিড়িক। কয়েক দিন আগেই শেষ হয়েছে 'নিমফুলের মধু' সিরিয়াল। পর্ণা, সৃজনের কাহিনিকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। সদ্য 'মালাবদল' ধারাবাহিকের অন্তিম পর্বও দেখে ফেলেছেন দর্শক। এরই মাঝে তিনটি ধারাবাহিকের প্রোমো এসেছে প্রকাশ্যে।

বহু দিন পর ফের ছোট পর্দায় দেখা যাবে দিতিপ্রিয়া রায় এবং জীতু কমলকে। ‘তোমাকে ভালোবেসে’ ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার এই জুটিকে দেখবেন দর্শক। এছাড়াও আসতে চলেছে রুবেল দাস এবং মোহনা মাইতির নতুন কাহিনি 'তুই আমার হিরো'। ৩ র্মাচ থেকে শুরু হয়েছে মানালি দে অভিনীত নতুন ধারাবাহিক 'দুগ্গামণি ও বাঘ মামা'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একের পর এক ধারাবাহিক শেষ হওয়ার ধুম। বর্তমানে কোনও কাহিনি শেষ হয়ে যাচ্ছে ৩ মাসে বা কারও মেয়াদ ৮ মাসের।
  • তারই মাঝে ছক্কা হাঁকিয়েছে 'মিঠিঝোরা'। ২০২৩ সালের নভেম্বর মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিক।
  • প্রায় দু'বছর হতে চলল রাইপূর্ণা আর অনির্বাণের কাহিনিতে মজেছে দর্শক।
Advertisement