shono
Advertisement
Sudipa-Konineeca

'রান্নাঘর'-এর কর্তৃত্ব নিয়ে লড়াই নয়, কনীনিকাকে জন্মদিনের শুভেচ্ছা সুদীপার

তাহলে কি দু'জনের মধ্যে অভিমানের পাহাড় গলে জল হল?
Published By: Arani BhattacharyaPosted: 04:40 PM May 21, 2025Updated: 06:25 PM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'রান্নাঘর'-এর কর্তৃত্ব নিয়ে লড়াই। খানিক মান অভিমানের পালা চলছে বলে জানা গিয়েছিল সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের (Konineeca Banerjee )। তবে সেসব কিছুর অবসান বোধহয় ঘটল বুধবার সুদীপা চট্টোপাধ্যায়ের সোশাল মিডিয়া পোস্টের পর। এদিন অভিনেত্রী ও 'রান্নাঘর'-এর সঞ্চালিকা কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানালেন সুদীপা চট্টোপাধ্যায়। আর সেখান থেকেই তাঁদের অনুরাগীদের মনে প্রশ্ন জাগছে, তাহলে কি দু'জনের মধ্যে থাকা অভিমানের পাহাড় গলে জল হল?

Advertisement

এই গুঞ্জনের শুরু রান্নার জনপ্রিয় শো 'রান্নাঘর'-এর সঞ্চালক বদলের পর। সুদীপার জায়গায় আসেন কনীনিকা। আর তারপরেই শোনা যায় এই রদবদলের জেরে 'রান্নাঘর'-এর কর্তৃত্ব নিয়ে লড়াই শুরু হয়েছে কনীনিকা ও সুদীপার মধ্যে। শোনা গিয়েছিল, দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে এই শোয়ের সঞ্চালনা করার পর এই পরিবর্তনে নাকি মন খারাপ হয়েছিল সুদীপার। যদিও তা নিয়ে কখনওই মুখ খোলেননি তাঁরা কেউই। তবে খারাপ যে একেবারেই লাগেনি তা কখনও স্বীকার করতেও দেখা যায়নি সুদীপাকে।

তবে জন্মদিনেই শুধু নয়, এর আগে টোটা রায়চৌধুরীর ২৫ বছরের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানেও দু'জনের দেখা হয়েছে। তারপর কনীনিকা ও সুদীপা একে অপরকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময়ও করেছেন। মাকে হারানোর পর কনীনিকার এটিই প্রথম জন্মদিন। আর সেই জন্মদিনে আদুরে পোস্ট করেছেন সুদীপা। শুধু তাই নয় জানা যাচ্ছে, তাঁর কনীকে জন্মদিনের উপহারও পাঠিয়েছেন সুদীপা। তবে কী উপহার পাঠিয়েছেন, তা জানা যায়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'রান্নাঘর'-এর কর্তৃত্ব নিয়ে লড়াই । খানিক মান অভিমানের পালা চলছে বলে জানা গিয়েছিল সুদীপা চট্টোপাধ্যায় ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের।
  • অভিনেত্রী ও 'রান্নাঘর'-র সঞ্চালিকা কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানালেন সুদীপা চট্টোপাধ্যায়।
  • তাহলে কী তাঁদের দুজনের মধ্যে থাকা অভিমানের পাহাড় গলে জল হল?
Advertisement