সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু'বছর আগের কথা। শোনা গিয়েছিল, সিরিয়াল পাড়ার আলোচিত জুটির ডিভোর্স হচ্ছে। ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা গিয়েছিল নায়ক-নায়িকার মধ্যে বেঁধেছে তুমুল অশান্তি। যা নিয়ে আলোচনার শেষ ছিল না। কিন্তু এই সব কিছুই রটনা বলে উড়িয়ে দিয়েছিলেন তারকা দম্পতি। কিন্তু প্রবাদে আছে যা রটে, তার কিছু তো বটে। তাই তো বছর ঘুরতে না ঘুরতেই শুরু সেই এক আলোচনা। তারকা দম্পতির নাকি সংসার ভাঙছে।
২০২৩ সালের প্রথমে যখন এই খবর প্রথম প্রকাশ্যে এসেছিল তখন শোনা গিয়েছিল নায়িকার মন মজেছিল অন্য কোথাও। আবারও এমনটাই নাকি ঘটছে। তবে এবার নায়ক নাকি মন দিয়েছেন অন্য কোথাও। ইদানীং কোনও পার্টিতেই একসঙ্গে দেখা যাচ্ছে না। কিন্তু এদিকে আবার ঘটা করে শিবরাত্রি পালন করেছেন নায়িকা। ইন্ডাস্ট্রির গুঞ্জন এবং সোশ্যাল মিডিয়ার ছবি সব হিসেব নিকেষ যেন গুলিয়ে দিচ্ছে তাই না?
সম্প্রতি নায়ককে নাকি অনেক পার্টিতেই দেখা গিয়েছে অন্য কারও সঙ্গে। শহরের কোনও এক নেতার মেয়ের সঙ্গে বন্ধুত্ব গভীর হয়েছে তাঁর। শহরের আনাচে-কানাচে বিভিন্ন ফিল্মি পার্টিতে একসঙ্গে নাকি দেখাও যাচ্ছে তাঁদের। যদিও সব কিছু জেনে মুখে কুলুপ সবার। কোনও কথাই বলতে রাজি নন কেউ। সত্যিই ডিভোর্স হচ্ছে টলিপাড়র এই চর্চিত তারকা দম্পতির? সেই ধোঁয়াশা এখনও বর্তমান। তবে একগুচ্ছ কাজে পরিপূর্ণ তাঁদের ঝুলি। নায়ককে তো ইতিমধ্যেই সিরিয়ালে দেখছেন দর্শক। অন্য দিকে বেশ অনেক দিন পর ছোট পর্দায় ফিরছেন নায়িকা।