সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য হাজার পর্ব পার করেছে ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। প্রায় সাড়ে তিন বছর ধরে দর্শককে মুগ্ধ করে চলেছে এই ধারাবাহিক আর তার ফলও পেয়েছে হাতেনাতে। এবারও তার অন্যথা হল না। নিজের জায়গা ধরে রাখল 'জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ'। বৃহস্পতিবার প্রকাশ্যে আসা ধারাবাহিকের রেটিং তাই বলছে। যৌথভাবে এই সপ্তাহে ৬.৬ রেটিং নিয়ে শীর্ষে 'জগদ্ধাত্রী' ও 'পরশুরাম আজকের নায়ক' এই দুই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে রয়েছে 'রাঙামতি তীরন্দাজ', এই ধারাবাহিকের রেটিং ৬.২, যৌথভাবে তৃতীয় স্থানে ৫.৯ রেটিং নিয়ে 'ফুলকি' ও 'পরিণীতা'।
৫.২ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে যৌথভাবে 'গৃহপ্রবেশ' ও 'চিরসখা' এই দুই ধারাবাহিক। বলে রাখা ভালো এই প্রথমবার প্রথম পাঁচে জায়গা পেল 'স্বতন্ত্র' ও 'কমলিনী'র ধারাবাহিক। অন্যদিকে গল্পে অসমবয়সের সমীকরণ দেখে নিন্দায় মুখর হয়েছিল যারা, তাদের এবার বেশ মনে ধরেছে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটির গল্প। আর তাই ৪.৯ রেটিং নিয়ে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে 'অপর্ণা' ও 'আর্য'র রসায়ন। একই রেটিং পেয়ে পঞ্চম স্থানে জায়গা পেয়েছে 'কথা'।
প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে অনেকগুলি ধারাবাহিক। ষষ্ঠ স্থানে রয়েছে ৪.৭ রেটিং নিয়ে 'অনুরাগের ছোঁয়া', 'রোশনাই' ও 'কোন গোপনে মন ভেসেছে'। সাত নম্বরে 'গীতা এল এল বি'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৩.৯। অস্টমে রয়েছে ৩.৬ রেটিং নিয়ে 'মিত্তির বাড়ি'। ২.৭ পয়েন্ট নিয়ে নয়ে 'তুই আমার হিরো'। দশম স্থানে রয়েছে 'তেঁতুলপাতা'। এই ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে ২.২।
