সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে সাংবাদিক গৌরী লঙ্কেশকে খুনের ঘটনায় এখন তোলপাড় গোটা দেশ। বিজেপি ও সংঘের বিরুদ্ধে কলম ধরেছিলেন তিনি, তাই খুন হতে হয় এই প্রবীণ সাংবাদিককে। এই অভিযোগে তুলে কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ ও বিশিষ্টজনেরা। এই প্রেক্ষাপটে এবার বৈশ্য সম্প্রদায়ের বিরুদ্ধে মুখ খুলে বিতর্কে জড়ালেন তেলুগু লেখক কাঞ্চা ইলাইয়া। হায়দরাবাদ পুলিশের কাছে এই বিশিষ্ট তেলুগু লেখক অভিযোগ করেছেন, তাঁকে ফোনে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে।
এদিকে কাঞ্চা ইলাইয়া লেখা বই নিষিদ্ধ করার দাবি তুলেছে বৈশ্য সম্প্রদায়ের মানুষেরা। সোমবার অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রতিবাদ মিছিলও করে বৈশ্যদের বিভিন্ন সংগঠন। অন্ধ্রপ্রদেশ আর্য বৈশ্য মহাসভার প্রেসিডেন্ট জে ভেঙ্কাটেশ্বর বলেন, মহাত্মা গান্ধী-সহ আর্য বৈশ্য সম্প্রদায়ের অনেকেই স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাই নিজের মন্তব্যের জন্য আর্য বৈশ্য সম্প্রদায়ের কাছে কাঞ্চা ইলাইয়াকে ক্ষমা চাইতে হবে। তিনি যদি ক্ষমা না চান, তাহলে অন্ধ্রপ্রদেশের যেখানেই তিনি যাবেন, সেখানে আর্য বৈশ্যরা বিক্ষোভ দেখাবে।
[বৈদিক ব্রাহ্মণদের সংখ্যালঘু তকমা দিতে চলেছে কেন্দ্র]
The post অমিত শাহ-মোদির ‘জাত’ নিয়ে মন্তব্য, লেখকের জিভ কেটে নেওয়ার হুমকি appeared first on Sangbad Pratidin.