shono
Advertisement

Breaking News

পাক বিদেশমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা হাফিজ সইদের

আইনজীবী মারফত পাক বিদেশমন্ত্রী খোয়াজা আসিফকে নোটিস পাঠাল এই জঙ্গিনেতা। The post পাক বিদেশমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা হাফিজ সইদের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:54 PM Oct 01, 2017Updated: 07:24 AM Oct 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন চাপের মুখে মুম্বই জঙ্গি হামলার মূলচক্রী ও জামাত-উদ-দাওয়া-র প্রধান হাফিজ সইদকে গৃহবন্দি করেছে পাকিস্তান। তবে বন্দিদশাতেও একেবারেই চুপ করে বসে নেই এই জঙ্গিনেতা। ইতিমধ্যেই পাক রাজনীতিতে আত্মপ্রকাশ করেছে জামাত-উদ-দাওয়া। এমনকী, ২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে সবকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছে তারা। আর এবার খোদ পাক বিদেশমন্ত্রী খোয়াজা আসিফের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানি মামলা করল জঙ্গিনেতা হাফিজ।

Advertisement

[পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে হাফিজ]

গত মঙ্গলবার নিউ ইয়র্কের এশিয়া সোসাইটি ফোরামের সম্মেলনে লস্কর-ই-তৈবা, হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি সংগঠন যে পাকিস্তানের বোঝা হয়ে উঠেছে, সেকথা স্বীকার করে নেন পাক বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ। তবে তাঁর সাফাই, এই জঙ্গি সংগঠনগুলিকে নির্মূল করার মতো আর্থিক সামর্থ্য নেই সরকারের। পাকিস্তানের বিদেশমন্ত্রী এও দাবি করেন, যে ২০-৩০ বছর আগে লস্কর-ই-তৈবা ও হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি সংগঠনগুলি আমেরিকার অত্যন্ত প্রিয় ছিল। পাক বিদেশমন্ত্রীর এই মন্তব্যেই বেজায় চটেছে মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদ। আইনজীবী মারফত বিদেশমন্ত্রী খোয়াজা আসিফকে নোটিশ পাঠিয়েছে এই জঙ্গিনেতা। নোটিশে বলা হয়েছে, হাফিজ সইদ একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে সকলের কাছে শ্রদ্ধাপাত্র। আমেরিকার প্রিয়পাত্র হওয়া তো অনেক দুরের ব্যাপার, এই জঙ্গিনেতা কোন দিন হোয়াইট হাউসের ধারেকাছেও যায়নি। পাক বিদেশমন্ত্রীর মন্তব্যে হাফিজ সইদের সম্মানহানি হয়েছে।

[চিনা প্রশাসনের নিদান, বাড়িতে রাখা যাবে না কোরান]

প্রসঙ্গত, ২০১৪ সালে হাফিজের সংগঠন জামাত-উদ-দাওয়াকে বিদেশি সন্ত্রাসবাদ সংগঠনের তকমা দিয়েছে আমেরিকা। এরপরই সংগঠনের প্রধানমন্ত্রী হাফিজ সইদ ও তার চার সহযোগীকে গৃহবন্দি করে পাকিস্তান। এমনকী, জেহাদের নামে সন্ত্রাস ছড়ানোর কারণে হাফিজ ও তার সঙ্গীদের গৃহবন্দি করার কথা স্বীকার করেছে পাক স্বরাষ্ট্রমন্ত্রক। পাকিস্তানে নিষিদ্ধ হয়ে গিয়েছে জামাত-উদ-দাওয়ার শাখা সংগঠন তেহরিক-ই-আজাদ-জম্মু অ্যান্ড কাশ্মীর। যদিও এতকিছুর পরও গতমাসেই জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগের পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

[অশালীন ভঙ্গিতে চলল মিলিটারি প্রশিক্ষণ, ভিডিও নিয়ে বিতর্কের ঝড়]

The post পাক বিদেশমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা হাফিজ সইদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement