shono
Advertisement

‘জয় শ্রীরাম’স্লোগান না দেওয়ায় মুসলিম ক্যাব চালককে মারধর, গ্রেপ্তার তিন

প্রাণে বাঁচলেও গোটা ঘটনায় এখনও আতঙ্কে যুবক৷ The post ‘জয় শ্রীরাম’ স্লোগান না দেওয়ায় মুসলিম ক্যাব চালককে মারধর, গ্রেপ্তার তিন appeared first on Sangbad Pratidin.
Posted: 11:15 AM Jun 28, 2019Updated: 11:15 AM Jun 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ‘জয় শ্রীরাম’ স্লোগানকে কেন্দ্র করে একের পর এক হিংসার ঘটনা সামনে আসছে। দিন কয়েক আগে ঝাড়খণ্ডে এক মুসলিম যুবককে চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয়৷ সঙ্গে ‘জয় শ্রীরাম’ বলতে জোর করা হয় তাঁকে৷ একটানা ১৮ ঘণ্টা অত্যাচারের জেরে মাত্র চব্বিশ বছর বয়সি ওই যুবকের মৃত্যু হয়৷ তার আগে অসমেও প্রায় ঘটে একই ঘটনা৷ এবার ঘটনাস্থল মুম্বইয়ের থানে৷

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার থানের ডিভা এলাকায় ২৫ বছরের এক মুসলিম ক্যাব চালককে জয় শ্রীরাম স্লোগান দিতে জোর করে তিনজন৷ তারপরই তাঁকে মারধর করা হয়৷ ঘটনায় গত মঙ্গলবারই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ অভিযুক্তরা আগাসন গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ অভিযুক্তদের আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে৷

[আরও পড়ুন: ধর্মের ঊর্ধ্বে মানবতা! মুসলিমদের কবরস্থান গড়তে জমি দান হিন্দু গ্রামবাসীদের]

২৫ বছরের ফৈজল উসমান খান জানান, গত বছর ডিসেম্বর থেকে তিনি একটি ক্যাব সংস্থায় চালকের কাজ করছেন৷ গত সোমবার ভোর রাত তিনটে নাগাদ ডিভার এক হাসপাতাল থেকে যাত্রী নিয়ে মুম্বইয়ের দিকে আসছিলেন তিনি৷ তখনই তাঁর গাড়িটি খারাপ হয়৷ ফৈজল বলেন, “পার্কিং লাইট জ্বেলে গাড়িটা স্টার্ট করার চেষ্টা করছিলাম৷ ঠিক সেই সময়ই স্কুটারে চেপে পিছনে এসে দাঁড়ায় তিন যুবক৷ তারা মদ্যপ অবস্থায় ছিল৷ কাচে ধাক্কা মেরে বারবার জিজ্ঞেস করছিল, কেন রাস্তার মাঝে আমি গাড়ি দাঁড় করিয়েছি৷” এরপরই জোর করে গাড়ির চাবি কেড়ে নিয়ে চালককে টেনে বের করে আনে তারা বলে অভিযোগ৷ এক যাত্রী বিরক্ত হয়ে অভিযুক্তদের গালিগালাজ করতে থাকলেও তাতে কাজ হয়নি৷ অভিযুক্ত তিনজন চালকের ধর্ম তুলে কটূক্তি করতে থাকে৷ এমনকী তাঁকে জয় শ্রীরাম বলতে জোর করা হয়৷ বলা হয়, এই স্লোগান দিলে তবেই তাঁকে ছেড়ে দেওয়া হবে৷ এরপর ওই যাত্রী পুলিশকে ফোন করলে চালকের ফোন নিয়ে চম্পট দেয় তিনজন৷

পুলিশে অভিযোগ দায়ের করে ফৈজল জানান, তাঁর ফোন কেড়ে নেওয়ার পাশাপাশি তাঁকে মারধরও করা হয়৷ তিনি ‘আল্লা’ বলে চিৎকার করাতেই মার খেতে হয়৷ তবে বুদ্ধি করে স্কুটারের নম্বর লিখে রেখেছিলেন ফৈজল৷ সেই সূত্র ধরেই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ থানে পুলিশ কমিশনার বিবেক ফানসালকর বলেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করায় অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে৷ তবে গোটা ঘটনায় এখনও আতঙ্কে রয়েছেন ফৈজল৷

[আরও পড়ুন: আরও বিপাকে নীরব মোদি, সুইস ব্যাংকের ৪টি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি]

The post ‘জয় শ্রীরাম’ স্লোগান না দেওয়ায় মুসলিম ক্যাব চালককে মারধর, গ্রেপ্তার তিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement