shono
Advertisement

Breaking News

শহরে ফের বেপরোয়া গতির বলি ১, গুরুতর আহত ৪ ছাত্রী

পলাতক বাসচালক৷ The post শহরে ফের বেপরোয়া গতির বলি ১, গুরুতর আহত ৪ ছাত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:33 PM Aug 19, 2018Updated: 05:03 PM Aug 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরে গতির বলি মারুতি গাড়ির চালক৷ রবিবার দুপুরে ডরফিন রোডে বাস ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে জখম চার ছাত্রী৷ আশঙ্কাজনক অবস্থায় এক ছাত্রীকে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়েছে৷

Advertisement

মঙ্গলবার রাজ্যে আসছে বাজপেয়ীর চিতাভস্ম, অস্থি বিসর্জন দেওয়া হবে গঙ্গাসাগরে

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে জয়পুরিয়া কলেজে পরীক্ষা দিয়ে একটি মারুতি গাড়ি ভাড়া নিয়ে আমতা ফিরছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রী৷ ডরফিন রোডে উঠতেই উলটো দিক থেকে আসা একটি বেপরোয়া বাস মারুতি গাড়িটিকে ধাক্কা মারে৷ বাসের ধাক্কায় টিনের বাক্সর মতো তুবড়ে যায় মারুতি গাড়িটি৷ বাসটি পাশের একটি বাতি স্তম্ভে ধাক্কা মারে৷ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মারুতি গাড়ির চালক৷ জখম হন চার ছাত্রী৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়েছে৷ আপাতত ওই ছাত্রীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ দুর্ঘটনা পর থেকে পলাতক বাসচালক৷

[কেরলের পাশে বাংলা, ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর]

দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ডরফিন রোডে যান চলাচল ব্যাহত হয়৷ দুর্ঘটনাগ্রস্ত বাসটি রাস্তায় আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে থাকার জেরে থমকে যায় যান চলাচল৷ তৈরি হয় যানজট৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় ময়দান থানার পুলিশ৷ ঘাতক বাস ও দুর্ঘটনাগ্রস্ত মারুতি গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, বাসটির গতি অত্যন্ত বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়িটিকে ধাক্কা মারে৷ একপশলা বৃষ্টির জেরে রাস্তা ভেজা থাকার কারণে বাসটি ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারেননি চালক৷ আর তার জেরেই এদিনের এই দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে খবর৷

[ট্রেনে কাটা পড়লেন একই পরিবারের দুই মহিলা, চাঞ্চল্য বেলঘরিয়ায়]

The post শহরে ফের বেপরোয়া গতির বলি ১, গুরুতর আহত ৪ ছাত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement