Advertisement
ইসকন মন্দির থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সরস্বতী পুজোয় জেলায় জেলায় থিমের রমরমা
বিপত্তি এড়াতে কালনায় চলবে ড্রোনের মাধ্যমে নজরদারি।
চন্দননগরের জগদ্ধাত্রী, কাটোয়ার কার্তিক লড়াইয়ের মত কালনার সরস্বতী পুজোর সুনাম রয়েছে সর্বত্র। কালনা শহর ও শহরতলি এলাকায় শতাধিক পুজোয় জমজমাট হয়ে ওঠে এলাকা। ছবি: মোহন সাহা।
পুজো একদিনের হলেও কালনার চার-পাঁচদিনের এই পুজোয় আধুনিক আলোর রোশনাইয়ে কালনা শহর যেন স্বপ্ননগরী হয়ে ওঠে। ছবি: মোহন সাহা।
সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাকে যেমন থিমের মাধ্যমে তুলে ধরা হয় তেমনই প্রাচীন স্থাপত্য ও কারুকার্য মন্ডপ যেন জীবন্ত হয়ে ওঠে। আর এই পুজোকে কেন্দ্র করে এই কয়েকদিনে লক্ষ-লক্ষ দর্শনার্থীর আগমন ঘটে। ছবি: মোহন সাহা।
করোনা আবহে পুজোর অনুষ্ঠান সেইভাবে না হওয়ায় এইবছর পরিস্থিতি ঠিক থাকায় মন্ডপগুলিতে ভিড় উপচে পড়বে বলে অনুমান পুলিশ-প্রশাসনের। ছবি: মোহন সাহা।
পুজোর দিনগুলিতে শহরের ভিতর যেন কোনও গাড়ি প্রবেশ করতে পারবে না। সেজন্য বিকেল ৪টে থেকে গভীর রাত পর্যন্ত কালনা শহরের রাস্তাগুলিতে নো এন্ট্রি থাকবে। ছবি: মোহন সাহা।
দর্শনার্থীদের সুবিধার্থে পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার পুজোর একটি গাইড ম্যাপ প্রকাশ করা হয়। ছবি: মোহন সাহা।
সরস্বতী পুজোয় যাতে কোনও বিঘ্ন না ঘটে,সেই কারণে কালনা শহরের আকাশে ওড়ানো হবে ড্রোন। জোর নজরদারির জন্য শহরের বিভিন্ন প্রান্তে রাখা হচ্ছে ১৩৫টি সিসি ক্যামেরা।
Published By: Paramita PaulPosted: 08:38 PM Jan 25, 2023Updated: 08:40 PM Jan 25, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
