সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই শেষ হয়েছে বিহার নির্বাচন। অল্পের জন্য ক্ষমতা ধরে রাখতে পেরেছে NDA জোট। তবে দুর্দান্ত লড়াই করে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে তেজস্বী যাদবের RJD। মহাজোটে থাকা বামেরাও ভাল ফল করেছে। তবে একেবারেই আশানুরূপ ফল করেনি কংগ্রেস (Congress)। রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের খারাপ ফলই মহাজোটের হারের অন্যতম কারণ। এই পরিস্থিতিতে হারের জন্য সরাসরি কংগ্রেস এবং রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দুষলেন আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি। তাঁর অভিযোগ, বিহার ভোটে জেতার জন্য পুরোদমে ঝাঁপায়নি কংগ্রেস। প্রিয়াঙ্কা আসেননি। রাহুলও কেবল তিনটি মাত্র সভা করেছেন।
সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি বলেন, ‘‘বর্তমানে মহাজোটের পায়ের শিকলে পরিণত হয়েছে কংগ্রেস। ওরা ৭০টি আসনে প্রার্থী দিয়ে ৭০টি জনসভাও করেনি। রাহুল গান্ধী তিনদিনের জন্য এসেছিলেন। প্রিয়ঙ্কা আসেননি। এটা ঠিক নয়।’’ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘‘আমার মনে হয় শুধুমাত্র বিহারেই এই ঘটনা ঘটছে না। অন্যান্য রাজ্যেও কংগ্রেস বেশি জোর দেয় প্রার্থী দেওয়ার দিকেই, কিন্তু কীভাবে সেই প্রার্থীদের জেতাতে হবে সেই নিয়ে তাঁদের কোনও পরিকল্পনা থাকে না। কংগ্রেসের এই বিষয়ে অবশ্যই ভাবা উচিত।’’
[আরও পড়ুন: চরবৃত্তির অভিযোগে ৮ বছর পাকিস্তানে কারাবাসের পর বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের বৃদ্ধ]
এর পাশাপাশি প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধীকেও তীব্র বাক্যবাণে বিদ্ধ করেছেন শিবানন্দ। তিনি বলেন, ‘‘জোরকদমে নির্বাচন চলছিল। আর সেই সময় রাহুল গান্ধী সিমলায় প্রিয়াঙ্কাজির বাড়িতে বসে পিকনিক করছিলেন। এভাবে কি একটা দল চলে? যেভাবে কংগ্রেস দল চলছে তাতে সেটা বিজেপিকেই বেশি সুবিধা করে দিচ্ছে।’’
[আরও পড়ুন: আইনশৃঙ্খলা রক্ষার নামে ‘শোলে’র সংলাপ! ভিডিও ভাইরাল হতেই পুলিশ অফিসারকে শোকজ নোটিস]
যদিও এরপরই পালটা জবাব দেয় কংগ্রেস। ”হারের জন্য তাঁদের দায়ী না করে আরজেডির উচিত আসল কারণ খতিয়ে দেখা”, মন্তব্য কংগ্রেস নেতা অনিল কুমারের।