shono
Advertisement

Breaking News

Delhi

'ক্ষমা করো, পারিনি আমি', সুইসাইড নোটে মা-বাবাকে বার্তা দিয়ে আত্মঘাতী JEE পরীক্ষার্থী!

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ব্যর্থ হয়ে চরম সিদ্ধান্ত ছাত্রীর!
Published By: Kishore GhoshPosted: 02:14 PM Oct 26, 2024Updated: 02:16 PM Oct 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সেপ্টেম্বরেও কোটায় উচ্চাশার বলি হয়েছে এক নিট পরীক্ষার্থী। সেই রোগ এবার রাজধানী দিল্লিতে। সেখানে JEE পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করল ১৭ বছরের এক ছাত্রী। পুলিশ জানিয়েছি, সুইসাইড নোটে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পাশ করতে না পারায় মা-বাবার কাছে ক্ষমা চেয়ে বার্তা দিয়েছে মৃত ছাত্রী।

Advertisement

দেশের প্রথম সারির ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তি হতে হলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পাশ করতে হয়। সেই পরীক্ষায় ব্যর্থ হন দিল্লির জামিয়া নগরের বাসিন্দা ১৭ বছরের ওই ছাত্রী। এর পরেই চরম সিদ্ধান্ত নেন তিনি। আত্মহত্যার করেন। সুইসাইড নোটে মা-বাবার উদ্দেশে ছাত্রী লিখেছেন, "'ক্ষমা করো, আমি পারিনি।

গত মাসে রাজস্থানের ‘কোচিং হাব’ কোটায় ২১ বছরের এক নিট পড়ুয়া নিজেকে শেষ করে দেয়। ভাড়াবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন পরশুরাম নামের ওই যুবক। উত্তরপ্রদেশের বারসানায় বাড়ি তাঁর। মাত্র সাত দিন আগে কোটায় আসেন পরশুরাম। জয়নগরে বাড়িভাড়িতে আত্মহত্যা করেন। চলতি বছরে কোটায় এই নিয়ে ১৫ জন নিট পরীক্ষার্থীর মত্যু হয়েছে। গত বছর ২৯ জন আত্মঘাতী হয়েছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশের প্রথম সারির ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তি হতে হলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পাশ করতে হয়।
  • গত মাসে রাজস্থানের ‘কোচিং হাব’ কোটায় ২১ বছরের এক নিট পড়ুয়া নিজেকে শেষ করে দেয়।
Advertisement