shono
Advertisement

রোজ কাপের পর কাপ চা খাচ্ছেন, জানেন কী ক্ষতি হচ্ছে?

চা পান করুন মেপে। The post রোজ কাপের পর কাপ চা খাচ্ছেন, জানেন কী ক্ষতি হচ্ছে? appeared first on Sangbad Pratidin.
Posted: 12:49 PM Sep 11, 2017Updated: 07:01 PM Sep 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গল্পে বা আড্ডায় চা না হলে কি চলে?  বাঙালি আর তার চা,  এই দুইয়ের সম্মেলনে এক জমাটি রসায়ন। সেই রসায়নের ইতিহাস রীতিমতো রসালো। কেউ চা ছাড়া সকালটা ভাবতেই পারেন না। কারওর আবার কাপের পর কাপ চা খেয়েও আশ মেটেনা। তবে সত্যিই কি চা খেলে আমাদের ক্ষতি হয়? 

Advertisement

ঘুমের ব্যাঘাত

চা খেলে ঘুমের ব্যাঘাত অবধারিত। চায়ের মধ্যে থাকা ক্যাফেইন এই সমস্যা তৈরি করে। তাই ঘুমোতে যাওয়ার আগে, চা নৈব নৈব চ।

প্রস্টেট ক্যান্সার

দিনে বার বার চা খাওয়ার অভ্যাস থাকলে পুরুষরা সাবধান! প্রস্টেট ক্যানসারের আশঙ্কা বাড়বে।

গ্যাসট্রিকের সমস্যা

খালি পেটে চা মানেই গ্যাসট্রিকের সমস্যা বেড়ে যাওয়া। খিদে নষ্ট হওয়া। এর ফলে গ্যাসট্রিকের সমস্যা আরও বাড়ার আশঙ্কা থাকে। 

কোষ্ঠকাঠিন্য

চা অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা হতে পারে। তাই শরীর সুস্থ রাখতে মেপে চা পান করুন।

গর্ভপাতের আশঙ্কা

গর্ভবতী মহিলারা মেপে চা খান। দরকারে চা পান বর্জন করুন। গর্ভস্থ ভ্রূণের জন্য এই চা ক্ষতিকারক হতে পারে।

হৃদরোগের সমস্যা

সমস্যার মূলে আবারও সেই ক্যাফেইন। হৃদরোগের আশঙ্কা থাকছে চা খেলে। যাদের হৃদরোগের সমস্যা আছে, তাঁরা বিশেষত চা পান থেকে বিরত থাকুন।

সুতরাং চা পান করুন, কিন্তু মেপে, ভেবে চিন্তে। সামনে পুজো। সুস্থ থাকতে হবে তো?

The post রোজ কাপের পর কাপ চা খাচ্ছেন, জানেন কী ক্ষতি হচ্ছে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার